২০১৫ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় উরুগুয়ের প্রতিনিধিত্ব করেছিলেন শেরিকা ডি আরমাস।
Published : 16 Oct 2023, 09:29 PM
জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ২৬ বছর বয়সেই চলে গেলেন উরুগুয়ের সাবেক মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা ডি আরমাস।
নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, ক্যান্সারের সাথে দুই বছর যুদ্ধের পর গত ১৩ অক্টোবর আরমাসের মৃত্যু হয়। শেষ দিনগুলোতে তার কেমোথেরাপি ও রেডিওথেরাপির মধ্য দিয়ে যেতে হচ্ছিল।
তার ভাই মেক ডি আরমাস বোনকে নিয়ে শোক প্রকাশ করে সোশাল মিডিয়ায় লিখেছেন, “সেরাই থেকো, বোনটি আমার; চিরকাল।”
২০২২ সালের মিস ইউনিভার্স উরুগুয়ে কার্লা রোমেরো সমবেদনা জানিয়ে লিখেছেন, “মিসেস ডি আরমাস এই বিশ্বের গর্ব। আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর নারীদের একজন।”
২০১৫ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় উরুগুয়ের প্রতিনিধিত্ব করেছিলেন আরমাস।
সেসময়ের এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি সব সময়ই মডেল হতে চেয়েছিলাম, তা বিউটি মডেল হোক, বিজ্ঞাপনের মডেল হোক বা ক্যাটওয়াক মডেল হোক। আমি ফ্যাশন সংশ্লিষ্ট সবকিছুই পছন্দ করি এবং আমি মনে করি, সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়া যে কোনো মেয়ের স্বপ্ন হল মিস ইউনিভার্সে সুযোগ পাওয়া। চ্যালেঞ্জে পরিপূর্ণ এই অভিজ্ঞতায় থাকতে পেরে আমি উচ্ছ্বসিত।”
শেরিকা ডি আরমাস প্রসাধন সামগ্রীর ব্যবসা শুরু করেছিলেন। মেকআপ এবং চুলের যত্নের পণ্য বিক্রি করত সেই কোম্পানি। ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসায় নিয়োজিত পেরেজ স্ক্রিমিনি ফাউন্ডেশনেও তিনি যুক্ত হয়েছিলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৮ সালে বিশ্বব্যাপী আনুমানিক ৫ লাখ ৭০ হাজার নারী জরায়ু ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন, তাদের মধ্যে ৩ লাখ ১১ হাজার জনই মারা গেছেন।