টিআইসি মিলনায়তনে শুক্রবার সন্ধ্যা ৬টা ও সাড়ে ৭টায় ‘রথযাত্রা’র দুটি প্রদর্শনী হবে।
Published : 21 Jul 2023, 12:19 PM
রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘রথযাত্রা’ নিয়ে চট্টগ্রামের মঞ্চে আসছে নাট্যদল ‘তির্যক’।
নগরীর ‘থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম’ (টিআইসি) মিলনায়তনে শুক্রবার সন্ধ্যা ৬টা ও সাড়ে ৭টায় এ নাটকের দুটি প্রদর্শনী হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে ‘তির্যক’ জানায় ‘রথযাত্রা’ তাদের ২৬তম প্রযোজনা। মঞ্চে নাটকটির নির্দেশনা দিয়েছেন আহমেদ ইকবাল হায়দার।
‘তির্যক’ এ নাটক প্রথম মঞ্চে আনে ১৯৯১ সালের ৭ অগাস্ট, মঞ্চস্থ হয়েছিল চট্টগ্রাম মুসলিম হলে।
নির্দেশক হায়দার গ্লিটজকে বলেন, ‘বিভিন্ন সময়ে রথযাত্রা’ নাটকটির মোট ১৭৬টি প্রদর্শনী করেছে তির্যক।
নাটকে দেখা যাবে, রথযাত্রার উৎসবে এসে সকলে দেখল মহাকালের রথ অচল, নড়ছে না কিছুতেই। রাজ্যশুদ্ধ লোকের দুশ্চিন্তার সীমা নেই। তাদের কথা- রথ যদি না চলে, আর দড়ি যদি পড়ে থাকে, তা হলে যে সমস্ত রাজ্যের গলায় দড়ি হবে। এখন উপায়? দলে দলে লোক আসতে লাগলো শূদ্রপাড়া থেকে।
শূদ্রপাড়ার মানুষ ঘোষণা দেয়, রথ তারাই চালাবে। এতদিন যারা রথের চাকার তলায় চাপা পড়েছিল, এখন তাদের প্রয়োজন পড়েছে রশিতে টান দিতে। তাতে বৈষম্যের সমাজ হঠাৎ উঠল কেঁপে। উঁচুতলায় যাদের অবস্থান, তারাই তো এতদিন মহাকালের রথকে যেমন খুশি ঘুরিয়েছে-ফিরিয়েছে। তারা এগিয়ে এল শূদ্রদের ঠেকাতে। রথ কি এবারে চলবে?”
নাটকে অভিনয় ও নেপথ্যে রয়েছেন- অমিত চক্রবর্তী, ফারজানা ইসলাম টিনা, রিপন কুমার বড়ুয়া, সাইদুর রহমান চৌধুরী, বিভোর সা’দ অপূর্ব, অর্পিতা চৌধুরী রুপা, শহিদুল ইসলাম রিয়াদ, অজয় ত্রিপুরা, দুলাল কান্তি চৌধুরী, মোহাম্মদ ওয়াসিম, হৃদয় দেব, উম্মে সালমা চৌধুরী ফাহিয়া, প্রমি ভট্টাচার্য, নাফিসা তাসনিম মম ও রিয়া চক্রবর্তী অমি।
নাটকের প্রদর্শনীর অগ্রিম টিকেট মিলছে টিআাইসি হল কাউন্টারে।