এই বায়োপিকে যারা অভিনয় করেছেন, তাদের কেউ কেউ মনে করছেন, এটিই তাদের ক্যারিয়ারের ‘সেরা অর্জন’।
Published : 13 Oct 2023, 05:22 PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তির আগে থেকেই আলোচনায়। এই বায়োপিকের অভিনয় শিল্পীরাতো বটেই, বিনোদন জগতের অনেক তারকাই সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস আর ভালোবাসা প্রকাশ করেছেন সোশাল মিডিয়ায়।
আর যারা অভিনয় করেছেন, তাদের কেউ কেউ মনে করছেন, এটিই তাদের ক্যারিয়ারের ‘সেরা অর্জন’।
অভিনেতা চঞ্চল চৌধুরী এ সিনেমায় অভিনয় করেছেন বঙ্গবন্ধুর বাবার চরিত্রে। সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়ে তিনি শুটিংয়ের সময়ে তোলা একটি ছবি পোস্ট করেছেন ফেইসবুকে।
ওই ছবিতে চঞ্চলের সঙ্গে সিনেমায় বঙ্গবন্ধু হওয়া অভিনেতা আরিফিন শুভ এবং বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রের অভিনেত্রী দীঘিও রয়েছেন।
সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিবের বড় বেলার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তিনি বর্তমানে ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র’ উৎসবে অংশ নিতে কোরিয়ায় আছেন।
তিশাও সিনেমাটি সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়েছেন। ফেইসবুকে লিখেছেন, "দেশে থাকলে আজকেই দেখতে যেতাম।"
‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র’ উৎসব থেকে তিশার এই কাজের জন্য শুভাকামনা জানিয়ে ফেইসবুকে পোস্ট দিয়েছেন তার স্বামী, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও। লিখেছেন, "তিশার যে কোনো কাজের দিকেই আমার একটা চোখ এমনিতেই হেলানো থাকে। এখানেও আছে। এর সাথে যুক্ত হয়েছে আমাদের কাছের অনেক মানুষজন। সবার জন্য শুভ কামনা।"
দেশের ১৫৩ প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। ভারতে সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৭ অক্টোবর।
দেশে মাল্টিপ্লেক্স হলের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিন হলগুলোতেও প্রদর্শন হচ্ছে সিনেমাটি। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের নির্মাতা শ্যাম বেনেগাল।
বৃহস্পতিবার সকালে সিনেমার প্রিমিয়ার প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো হয়।
সিনেমাটিতে অভিনয় করতে পারা নিজের শিল্পী জীবনের বড় অর্জন বলে মনে করছেন অভিনেত্রী সাবিলা নূর।
ফেইসবুকে সিনেমাটির পোস্টার শেয়ার করে সাবিলা নূর লেখেন, “মুজিব- একটি জাতির রূপকার” চলচ্চিত্রে যুক্ত হতে পেরেছি এটাই আমার ক্যারিয়ারের অনেক বড় একটা অর্জন।
"স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর এই বায়োপিক আপনাকে নিয়ে যাবে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের সেই উত্তাল সময়ে। এতগুলো আর্টিস্টের কষ্ট ও সাধনার ফল এই চলচ্চিত্র। আপনজনদের নিয়ে আজই চলে আসুন নিকটস্থ প্রেক্ষাগৃহে। আপনাদের উপস্থিতি আমাদের সাহস দিবে, শক্তি যোগাবে।"
সিনেমায় খন্দকার মুশতাকের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তিনি ফেইসবুকে লিখেছেন "এটি শুধুমাত্র একটি চলচ্চিত্র নয়- এটি একটি ইতিহাস। এই চলচ্চিত্রের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম জানতে পারবে - বঙ্গবন্ধু, বাংলাদেশ ও বাঙালির স্বাধীকারের ইতিহাস।"
বৃহস্পতিবারই বিশেষ প্রদর্শনী দেখেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তিনি সিনেমাটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, "অসাধারণ অনুভূতি একজন বাংলাদেশি হিসেবে। আমাদের অভিনেতারা সবাই কত কষ্ট করেছে, সেটা পর্দায় প্রকাশ পাচ্ছে। আরিফিন শুভ কত কষ্ট করেছেন আপনি। তিশা আপু আহা কি মায়া। দীঘি কি যে সুন্দর লেগেছে তোকে, তার সাথে মায়াময় অভিনয়। নুসরাত ফারিয়া, তোকে নিয়ে কি বলি বল তো, বন্ধু হিসেবে আমি আজকে এত এত প্রাউড ফিল করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী'র চরিত্রে আমার বন্ধু, আমাদের নুসরাত ফারিয়া।"
শুক্রবার প্রথম দিনের প্রথম শো প্রেক্ষাগৃহে বসে দেখেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। অভিনেতা রওনক হাসানসহ অনেকেই সিনেমাটির জন্য শুভকামনা জানিয়েছেন।
আরও পড়ুন
শেখ হাসিনার চরিত্রে ধরা দিলেন নুসরাত ফারিয়া