“পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে লোকজন বাড়ি এসে ঢিল ছুড়ে যেতে পারে,” বলছেন শঙ্কিত রত্না পাঠক শাহ।
Published : 04 Jan 2023, 01:45 PM
বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহকে আজকাল খোলামেলা মত প্রকাশ করা থেকে বিরত রাখছেন তার স্ত্রী, অভিনেত্রী রত্না পাঠক শাহ।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে রত্না এর কারণ ব্যাখ্যা করে বলেন, “পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে লোকজন বাড়ি এসে ঢিল ছুঁড়ে যেতে পারে।”
বরাবরই বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলে আলোচনায় থাকেন এই দম্পতি। তবে অকপট স্বভাবের জন্য নাসিরুদ্দিন শাহকে বিভিন্ন সময়ে বিপাকেও পড়তে হয়েছে। তাই এ অভিনেতার প্রতি স্ত্রীর পরামর্শ, এখন বুঝেশুনে কথা বলাই শ্রেয়।
বর্তমানে ‘কচ্ছ এক্সপ্রেস’ সিনেমার প্রচারে ব্যস্ত রত্না। এক অনুষ্ঠানে সিদ্ধার্থ কান্নানকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেন, “আজকাল কাজ পাওয়াও বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। না পাওয়ার যথেষ্ট কারণও রয়েছে। তাই বুদ্ধিমান হওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। যতটা সম্ভব সতর্ক থাকার চেষ্টা করছি।”
নিজের শঙ্কা নিয়েও কথা বলেছেন এই প্রবীণ অভিনেত্রী। তার প্রশ্ন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করলে কীভাবে তা শুধরানো সম্ভব?
“চুপ করে থাকলে শুদ্ধতা আসে? সব বুঝলেও ভয় লাগে আজকাল, কী করার আছে আমাদের? দেখা যাক, পরিস্থিতি কোনদিকে মোড় নেয়। তবে যত যাই হোক, নিজের কাছে সৎ থাকা চাই।”
নাসিরুদ্দিন শাহকে শিগগিই দেখা যাবে আসমান ভরদ্বাজের থ্রিলার ‘কুত্তে’ সিনেমায়। তার সঙ্গে আরও থাকছেন অর্জুন কাপুর, টাবু, কঙ্কনা সেনশর্মা, রাধিকা মদন, কুমুদ মিশ্র এবং শার্দুল ভরদ্বাজ।
এদিকে রত্না প্রথমবারের মত গুজরাটি সিনেমা ‘কচ্ছ এক্সপ্রেস’-এ মূল চরিত্রে অভিনয় করবেন।