‘কফি উইথ করণ’ এর অষ্টম সিজনের উদ্বোধনী শো শুরু হবে দীপিকা-রাণবীরের বিয়ের ভিডিও দেখিয়ে।
Published : 22 Oct 2023, 05:51 PM
পাঁচ বছর আগে ইতালিতে যে জমকালো অনুষ্ঠানে গাঁটছড়া বেঁধেছিলেন বলিউডি দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রাণবীর সিং, সেই বিয়ের ভিডিও এবার আসছে প্রকাশ্যে।
বলিউড শাদিস ডটকম বলছে, শিগগিরই শুরু হতে যাওয়া নির্মাতা করণ জোহরের শো ‘কফি উইথ করণ’ এর অষ্টম সিজনের উদ্বোধনী শো শুরু হবে দীপিকা-রাণবীরের বিয়ের ভিডিও দেখিয়ে। করণের ওই শোয়ের প্রিমিয়ার হবে ডিজনি প্লাস হটস্টারে।
২০১৮ সালে ইতালিতে পরিবারের ঘনিষ্ঠজন ও কাছের কয়েকজন বন্ধু্র উপস্থিততে বিয়ে করেন দীপিকা-রাণবীর। সে সময় বিয়ের ছবি এসেছিল সোশাল মিডিয়ায়।
বিয়ের অনুষ্ঠানের আগে ‘দীপবীরের’ মেহেদি অনুষ্ঠানও হয় ইতালিতে। দেশে ফেরার পর ব্যাঙ্গালুরু এবং মুম্বাইতে দুই তারকার বিবাহত্তোর সংবর্ধনা হয়।
২০১৩ সালে সঞ্জয়লীলা বানসালির সিনেমা ‘গোলিয়োঁ কি রাসলীলা: রাম-লীলা’র সেট থেকে দীপিকা ও রাণবীরের আলাপ পরিচয় শুরু। ওই সিনেমার পর ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’সহ আরও কয়েকটি সিনেমায় একসঙ্গে তারা কাজ করেছেন।
আগামী বছর মুক্তি পেতে যাওয়া রোহিন শেঠির ‘সিংহাম এগেইন’ সিনেমায় একসঙ্গে কাজ করবেন দীপিকা ও রাণবীর। সেখানে দুজনেই পুলিশ কর্মকর্তা হয়ে পর্দায় আসছেন।