যুক্তরাষ্ট্রের রক ব্যান্ড ‘নির্ভানা’র প্রতিষ্ঠাতা সদস্য গায়ক ও গিটারিস্ট কার্ট কোবেইন, যিনি গান গাইতে গাইতে বা অ্যালবাম তৈরি করার সময় ভেঙেছেন বেশ কয়েকটি গিটার, তার তেমনই একটি ভাঙা গিটার নিলামে বিক্রি হয়েছে ৬ লাখ ডলারে।
কার্ট কোবেইন এই দুনিয়া ছাড়েন ১৯৯৪ সালে আত্মহত্যা করে। তবে শিল্পী সংগীত জগতের এই উজ্জ্বল নক্ষত্র এখনও অনেকের হৃদয়ে রয়ে গেছেন।
নিউ ইয়র্কের হার্ড রক ক্যাফেতে শনিবারের ওই নিলামে কোবেইনের গিটারটি তোলা হয়েছিল বলে জানিয়েছে বিবিসি। যে দামে বিক্রি হয়েছে, তার ১০ ভাগের এক ভাগ দাম উঠবে বলে আয়োজকদের ধারণা ছিল।
নিলামে গিটারটির ক্রেতার নাম এখনও জানা যায়নি। নিলাম হাউস বলছে, ওই গিটারের আগের মালিকের নাম জল পালমার।
প্রয়াত গায়কের কালো রংয়ে ‘ফেন্ডার স্ট্র্যাটোকস্টার’ গিটারটি ভেঙে যায় ১৯৯০ সালে ‘নেভারমাইন্ড’ অ্যালবাম তৈরির সময়। পরে অবশ্য গিটারটি জোড়া লাগানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটি দিয়ে পরে আর বাজানো যায়নি।
কোবেইনের ভাঙা গিটারটিতে ব্যান্ডের তিন সদস্যের স্বাক্ষরও আছে। এছাড়া কোবেইন তার বন্ধু ও সংগীত জীবনের সহযোগী প্রয়াত মার্ক ল্যানেগ্যানকে উৎসর্গ করে দুটি লাইনও লিখে গেছেন তার গিটারের গায়ে।
এছাড়া কোবেইন মাঝেমধ্যে তার নামের বানানও ভুল করতেন, সেটি ইচ্ছাকৃত কি না, তা অবশ্য জানা যায়নি। নিলামে ওঠা গিটারের গায়ে নিজের নাম লিখেছেন ‘Kurdt Kobain’।
জুলিয়েন’স অকশনের কোডি ফ্রেডেরিক বলেন, “কী রাগী ছিল মানুষটা ভাবতে পারবেন না! মঞ্চের কোবেইন আর ব্যক্তি কোবেইনকে এক করা যায় না। আর যেভাবে নিজের ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে কাজ করতেন, তা থেকেও বোঝা যায়।”
নিলাম শুরু হলে কোবেইনের ফেন্ডার স্ট্র্যাটোকস্টার’ গিটারটির দাম ডাকা শুরু হয় ৬০ হাজার ডলার থেকে। একটু পর দাম ওঠে ৮০ হাজারে। এরপর একটু একটু করে দর বাড়তে থাকে। কিন্তু ৬০ হাজার থেকে শুরু হওয়া গিটারটির দাম যে ৫ লাখ ৯৬ হাজার ৯০০ ডলারে পৌঁছবে, সেটিকে ‘বিস্ময়কর’ বলে জানিয়েছেন ফ্রেডেরিক।
১৯৯২ সালে নির্ভানার ‘নেভার মাইন্ডমাইন্ড’ অ্যালবামের জন্য উত্তর আমেরিকা ট্যুরের সময় কোবেইন তার বন্ধু ল্যানেগ্যানকে উপহার দিয়েছিলেন বলে মনে করছে নিলাম হাউসটি।
২০২১ সালে কোবেইনের ১৯৯৩ সালে ‘এমটিভি আনপ্ল্যাগড’ পারফরমেন্সের সময় ব্যবহৃত একটি অ্যাকুস্টিক গিটারও নিলামে ৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়।