‘কুইন অব রক এন রোল’ টিনা টার্নারের জীবনাবসান

মোট আটবার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন ‘কুইন অব রক এন রোল’ টিনা টার্নার। এছাড়াও জিতেছিলেন গ্র্যামি আজীবন সম্মাননা পুরষ্কার।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2023, 08:46 AM
Updated : 25 May 2023, 08:46 AM

পপ ও রক সংগীতের কিংবদন্তি, ‘কুইন অব রক এন রোল’ টিনা টার্নার মারা গেছেন। 

সিএনএন জানিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগা টার্নার বুধবার সুইজারল্যান্ডের জুরিখের পার্শ্ববর্তী কুইস্নাচট এলাকায় নিজের বাড়িতে মারা যান। 

আমেরিকান বংশোদ্ভূত এই সুইস সংগীতশিল্পী ও অভিনেত্রীর বয়স হয়েছিল ৮৩ বছর। 

টার্নারের পরিবার মৃত্যুর ঘোষণা দিয়ে জানিয়েছে, “তার মৃত্যুর মধ্য দিয়ে বিশ্ব একজন  কিংবদন্তি সংগীতশিল্পী ও আদর্শকে হারিয়েছে।”

এছাড়াও এই তারকার ভেরিফাইড ফেইসবুক পেজে এক শোক বার্তায় বলা হয়েছে, “সংগীত ও জীবনের প্রতি তার সীমাহীন আবেগ সারা বিশ্বের লক্ষ লক্ষ ভক্তকে মন্ত্রমুগ্ধ করেছিল, নবীন তারকাদের অনুপ্রাণিত করেছিল। আজ আমরা সেই প্রিয় বন্ধুকে বিদায় জানাচ্ছি, যিনি আমাদের জন্য নিজের সর্বশ্রেষ্ঠ কাজ ও সংগীত রেখে গেছেন। আমরা সমবেদনা জানাচ্ছি তার পরিবারকে। টিনা, আপনাকে আমাদের খুব মনে পড়বে।”

ষাটের দশকের শুরুতে স্বামী আইকি টার্নারের সাথে যৌথভাবে জনপ্রিয়তা পেয়েছিলেন টার্নার। যদিও তাদের দাম্পত্য বেশিদিন টেকেনি। একাধিকবার নির্যাতিত হয়ে মাত্র ৩৬ সেন্ট নিয়ে নিজেদের ডালাস হোটেল রুম থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন তিনি।

এরপর আশির দশকে সুপারহিট অ্যালবাম ‘প্রাইভেট ড্যান্সার’ এর মধ্য দিয়ে এক অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটে টার্নারের। এরপর থেকেই তিনি বিশ্বব্যাপী সুপারস্টার হয়ে ওঠেন। তার ব্যতিক্রমী প্রতিভাই তাকে ‘কুইন অব রক এন রোল’ খেতাব এনে দেন।

এছাড়াও টার্নার ১৯৮৫ সালের সিনেমা ‘ম্যাড ম্যাক্স বিয়ন্ড থান্ডারডোম’ এ মেল গিবসনের বিপরীতে অভিনয় করে সুনাম কুড়িয়েছিলেন।

২০২১ সালে হার্ভার্ড বিজনেস রিভিউয়ের এক সাক্ষাত্কারে টার্নার দীর্ঘদিন অস্বাস্থ্যকর পরিস্থিতিতে আটকে থাকার অভিজ্ঞতা শেয়ার করে বলেছিলেন, “দীর্ঘদিন ধরে মনে হচ্ছিল, আমি কোথাও আটকে গেছি। যে অস্বাস্থ্যকর পরিস্থিতির মধ্যে ছিলাম তা থেকে হয়ত বেরিয়ে আসার আর কোনো উপায় নেই।”

“তারপরে একের পর এক বেশকিছু মানুষের সাক্ষাৎ পাই, যারা আমাকে উত্সাহিত করেছিল। একসময় আমি নিজেকে স্পষ্টভাবে দেখতে পাই। আমি আত্মবিশ্বাস ও সাহসের দুয়ার খুলে দিয়ে নিজেকে পরিবর্তন করতে শুরু করি। যদিও তা থেকে বেরিয়ে আসতে বেশ কয়েক বছর লেগেছিল। কিন্তু অবশেষে জীবনের মুখোমুখি হতে, নতুন করে সব শুরু করতে পেরেছিলাম।

যুক্তরাষ্ট্রের টেনেসির নাটবুশের পার্শ্ববর্তী এলাকার আনা মে বুলকে জন্মেছিলেন টার্নার। সর্বমোট আটবার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন এই কিংবদন্তি। এছাড়াও পেয়েছেন গ্র্যামি আজীবন সম্মাননা পুরষ্কার।