‘ফিরে পাব কি আবার' গানটির কথা আসিফের পছন্দ হয়েছে।
Published : 01 Mar 2025, 10:18 PM
ঈদ উৎসবে ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী আসিফ আকবর।
গানের কথা লিখেছেন ফারুক আনোয়ার, সুর এবং সংগীতায়োজন করেছেন সম্রাট আহমদ।
এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে গানটি প্রচার হবে। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঈদকে কেন্দ্র করেই আসছে আসিফের এই গানটি।
গান নিয়ে আসিফ আকবর বলেন, "ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে একটি ভালো গানের তুলনা নেই। 'ফিরে পাব কি আবার' গানটির কথা আমার ভালো লেগেছে।”
গানের পরিচালক সম্রাটকে এই প্রজন্মের একজন ‘মেধাবী’ পরিচালক বলে মনে করেন আসিফ।
তার প্রশংসা করে গায়ক বলেন, “গানটিতে চমৎকার সুর ও সংগীতায়োজন করেছেন সম্রাট। আমি মনে করি, আমার অন্য গানগুলোর মত এই গানও শ্রোতাদের ভালো লাগবে।"
গানের গীতিকার ফারুক আনোয়ারের কথায়, অন্য গানের মতই এ গানটিও আসিফ ‘ভালো গেয়েছেন।”
তিনি বলেন, "আমরা চমৎকার একটি ভিডিওর সঙ্গে গানটি মুক্তি দিতে চাই। আশা করছি দর্শক-শ্রোতাদের মন জয় করতে পারব গানটি দিয়ে।"
সুরকার সম্রাট বলেন, "আসিফ ভাইয়ের মত কণ্ঠশিল্পী যখন গানে কণ্ঠ দেন, তখন সেই গানটি বিশেষ যত্নে সুর করার দাবি রাখে। আমি সাধ্যমতো চেষ্টা করেছি। শ্রোতাদের ভালো লাগলেই আমাদের সবার চেষ্টা স্বার্থক হবে।"
গেল ফেব্রুয়ারিতে প্রচার হয়েছে আসিফের দুইটি গান 'কথা দে' ও ‘কষ্ঠ ভীষণ’।
এর আগে গত জানুয়ারিতে এসেছিল ‘মন জানে’ ও ‘আয় ফিরে আয়’ শিরোনামের আরও দুই গান।