Published : 15 Apr 2024, 11:13 AM
সিনেমাপ্রেমী হিসেবে নাম আছে ভারতীয় সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির। তবে সৌরভ কেবল সিনেমা দেখেই ক্ষান্ত হন না, সিনেমা কেমন লাগল সে বিষয়ে মতামত দেন সোশাল মিডিয়ায়।
এবারে বলিউডি অভিনেতা অজয় দেবগণের নতুন সিনেমা ‘ময়দান’ দেখতে সবাইকে অনুরোধ করেছেন অজয়।
আনন্দবাজার লিখেছে, মাইক্রো ব্লগিং সাইট এক্সে সৌরভ লেখেন, “আপনারা কেউ ‘ময়দান’ সিনেমার দুর্দান্ত সিনেমাটিক অভিজ্ঞতা মিস করবেন না। ভারতের কালজয়ী ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের দুর্ধর্ষ গল্প উঠে এসেছে। ধরা পড়েছে ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের কথা। ভারতীয় ফুটবলের তারকাদের ছবি জীবন্ত করে তুলেছে এই সিনেমা। এটা একটা মাস্ট ওয়াচ ভারতীয় স্পোর্টস সিনেমা।’’
পরিচালক অমিত শর্মা ভারতীয় ফুটবলের একটি সময়কে ফিরিয়ে এনেছেন বড় পর্দায়। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে অজয়ের ‘ময়দান’। এ সিনেমা ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে সমালোচক মহলে।
অজয়কে এ সিনেমায় কোচ সৈয়দ আব্দুল করিমের চরিত্রে দেখা গেছে। অজয় ছাড়াও আছেন প্রিয়ামণি, গজরাজ রাও আর বাঙালি অভিনেতা রুদ্রনীল ঘোষ।
'ময়দান' দেখে মুগ্ধ বলিউডের প্রযোজক নির্মাতা করণ জোহরও। তার চোখে অজয় তার সেরা নৈপুণ্য তুলে ধরেছেন এ সিনেমায়।