বলিউড ইন্ডাস্ট্রিতে সিনেমায় এখনো শক্তপোক্ত জায়গা করতে না পারলেও নিজের বাড়ির মালিক হতে পেরেছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে।
হিন্দুস্তান টাইমস বলছে, মাইক্রো ব্লগিং সাইট ‘এক্সে’ ছবি দিয়ে বাড়ি কেনার খবর শেয়ার করেছেন চাঙ্কি পাণ্ডে কন্যা।
ছবিতে দেখা গেছে, নতুন বাড়িতে ঠাকুরের আসনের পাশে হাতজোড় করে বসে আছেন অনন্যা। আর ভিডিও দেখা যাচ্ছে, বাড়িতে প্রবেশের আগে নারকেল ফাটাচ্ছেন তিনি।
নতুন বাড়ি কেনার জন্য অনন্যাকে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই।
আছে জল্পনা, সমালোচনাও। আদিত্য চোপড়ার সঙ্গে ‘লিভ ইনে’ থাকবেন বলে অনন্যা বাড়ি কিনেছেন বলে মন্তব্য করেছেন কেউ কেউ।
বলিউড অভিনেতা আদিত্যর সঙ্গে প্রেমের গুঞ্জনে এখনও ভাসছেন এই অভিনেত্রী। কিছুদিন আগে নির্মাতা করণ জোহরের ‘কফি উইথ করণে’ উপস্থিত হওয়া অনন্যাকে করণ জিজ্ঞাসা করেন, তোমার আর আদিত্যর ঘটনাটা এবার খুলে বল তো?”
অনন্যা বলেন, “ঘটনা আবার কি, তোমাকে আগেও বলেছি, আমাদের মধ্যে স্রেফ বন্ধুত্ব।“
গত বছরের মাঝামাঝি সময় থেকে আদিত্য-অনন্যার প্রেমের কথা ভেসে বেড়াচ্ছে মুম্বাইয়ের সিনেমা ইন্ডাস্ট্রিতে। যদিও এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তাদের কেউ কিছুই বলেননি।
গতবছরও ‘কফি উইথ করণ’ এ অতিথি হয়েছিলেন অনন্যা। সেখানে আদিত্যের দিকে ইঙ্গিত করে করণ বলেছিলেন, “আমি তোমাদের আমার পার্টিতে দেখেছি। কী ঘটছে তোমাদের মাঝে বল তো?”
সে সময় করণকে মাঝপথে থামিয়ে অনন্যা বলে বসেন, “তুমি কিছু দেখোনি। তবে আদিত্য বেশ ‘হট’।”
অনন্যার প্রেম নতুন কিছু নয়। এর আগেও নায়িকা জাহ্নবী কাপুরের প্রেমিক ঈশান খাট্টারের সাথে প্রেমে জড়ান তিনি। সেই প্রেম অবশ্য বেশি দিন চলেনি।
আরো শোনা গিয়েছিল, ‘লাইগার’ সিনেমায় অভিনয় করতে গিয়ে দক্ষিণের হার্টথ্রব বিজয় দেবরাকোন্ডার সঙ্গে নাকি মন দেওয়া-নেওয়া সেরে ফেলেছেন। এদিকে অতীতে আদিত্যের সঙ্গে নাম জড়িয়েছিল শ্রদ্ধা কপুরের সঙ্গে।