সুনীল শেঠি আর পরেশ রাওয়াল থাকছেন, তা আগেরই জানা; শিডিউল জটিলতা কাটিয়ে অক্ষয় কুমারও শেষ পর্যন্ত থাকার কথা নিশ্চিত করেছেন। এখন জানা গেল, হেরা ফেরি ৩ এ সঞ্জয় দত্তও থাকবেন।
এই সিনেমায় অন্ধ এক গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে বলিউডের ‘সঞ্জু বাবা’কে। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে তিনি এই খবর নিশ্চিত করেছেন।
অভিনেতা বলেছেন, “সিনেমাটি আমি করছি। সিনেমার সকল সদস্যদের শিডিউল ঠিক হয়ে গেলে এবছরই শুটিং শুরু হবে।”
হেরা ফেরিতে কাজ করতে পারাটা রোমাঞ্চকর মনে হচ্ছে ‘মুন্না ভাই’কে। “হেরা ফেরির আগের দুটি পর্ব আমি শুধু পর্দায় দেখেছি এবং হেসে গড়িয়ে পড়েছি। আমি ভীষণ উচ্ছ্বসিত। তাছাড়া ফিরোজ নাদিয়াদওয়ালার সাথে আমার সম্পর্কটা বেশ পুরোনো। অক্ষয়, সুনীল ও পরেশের সাথে কাজ করতে পারাটাও এক দারুণ ব্যাপার হবে।”
এদিকে সিনেমাটিতে সঞ্জয়ের চরিত্র নিয়ে একটি সূত্র বলেছে, চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। অনেকটা ‘ওয়েলকাম’ সিনেমায় ফিরোজ খানের ‘ডন’ চরিত্রটির মতো।
‘হেরা ফেরি’ প্রথম মুক্তি পায় ২০০০ সালে। এর দ্বিতীয় পর্ব আসে ছয় বছর বাদে ২০০৬ সালে। এর পর থেকে হাসতে হাসতে পেটে খিল ধরানো ত্রয়ী চরিত্র বাবু ভাইয়া, রাজু ও ঘনশ্যামকে নতুন করে পর্দায় আনার প্রয়াস চলছিল।
কোভিড মহামারীর আগেও শোনা গিয়েছিল আসছেন তারা। অবশেষে সিনেমার শুটিং শুরুর খবর সোশাল মিডিয়ায় জানাজানি হলে উচ্ছ্বাস জানিয়েছেন অনেকেই।
মাস দুয়েক আগে শোনা গিয়েছিল ‘হেরা ফিরি ৩’ এ কার্তিক আরিয়ান আসতে পারেন এবং তা অক্ষয়ের জায়গায়। কানাঘুষা শোনা গিয়েছিল, সিক্যুয়েল তৈরিতে দেরির জন্য প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার সঙ্গে অক্ষয়ের ঝামেলা বেঁধেছিল। পরে অবশ্য সেই বিরোধ মিটিয়ে অক্ষয়সহ সবাইকে নিয়েই ফিরোজ নাদিয়াদওয়ালা বহুদিন পর প্রযোজনায় ফিরতে চলেছেন।