সোশাল মিডিয়ায় কেউ কেউ বলতে শুরু করেছেন, ‘অ্যানিমাল’-এর বেশ কিছু দৃশ্য হয়ত ‘সঞ্জু’র বাতিল হওয়া দৃশ্য থেকে তৈরি।
Published : 25 Nov 2023, 10:35 AM
রাণবীর কাপুর অভিনীত অ্যাকশন থ্রিলার ‘অ্যানিমাল’-এর ট্রেইলার প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় ঝড় উঠেছে। ভক্ত-অনুরাগীরা মজেছেন রাণবীরের ধ্বংসাত্মক অভিনয়ে, পাশাপাশি আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন আরেক অভিনেতা, তিনি সঞ্জয় দত্ত।
বৃহস্পতিবার মুক্তি পাওয়া সাড়ে তিন মিনিটের ট্রেইলারের বেশ কিছু দৃশ্যে রাণবীরকে অনেকটা সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’র মত লেগেছে দেখতে।
ভক্তদের দাবি, অনিল কাপুরের সঙ্গে রাণবীরের কথপোকথনের দৃশ্যে অবিকল ‘সঞ্জু’ই মনে হয়েছে এই অভিনেতাকে।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ইতোমধ্যে সোশাল মিডিয়ায় কেউ কেউ বলতে শুরু করেছেন, ‘অ্যানিমাল’-এর বেশ কিছু দৃশ্য হয়ত ‘সঞ্জু’র বাতিল হওয়া দৃশ্য থেকে তৈরি।
কেউ কেউ আমার অনুমাণ করছেন, নির্মাতা সচেতনভাবেই এই মিল রেখেছেন সিনেমায়।
তিন মিনিটের ট্রেইলারে মারামারির শ্বাসরুদ্ধকর সব দৃশ্যে পাওয়া গেছে রাণবীরকে। বাবা-ছেলে সম্পর্কের জটিল দ্বন্দ্বের প্রেক্ষাপটে সাজানো ‘অ্যানিমাল’- এ বাবার প্রতি অন্ধ ভালোবাসা থেকেই মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েন অভিনেতা।
কখনও বন্দুক হাতে, কখনও কুড়াল হাতে রক্তের বন্যা বইয়ে চলেন; ঠাণ্ডা মাথায় জন্তুর মত একের পর এক খুন করতে থাকেন নায়ক।
বুধবার মুক্তির দিনক্ষণ জানিয়ে ভারতীয় সেন্সর বোর্ডের পক্ষ থেকে ‘অ্যানিমাল’-এর ‘এ’ সার্টিফিকেট পাওয়া বিষয়টি সোশাল মিডিয়ায় ঘোষণা করেন নির্মাতা।
বিশ্লেষক হিমেশ মানকদ বলেছেন, এ সিনেমা ‘শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য’।
কিছুদিন আগেই দুবাইয়ের বুর্জ খলিফা আলোকিত করেছিল ‘অ্যানিমাল’। গত সপ্তাহে সিনেমার ৬০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ এই আইকনিক স্ক্রিনের বিরাট ক্যানভাসে দেখানো হয়; যা দেখে অভিভূত হন ভক্তরা।
#AnimalTheFilm takes over Burj Khalifa ???? #RanbirKapoor #Animal pic.twitter.com/2dbZp2idFF
— RKᴬ (@seeuatthemovie) November 17, 2023
এ সিনেমায় রাণবীরের সঙ্গে আরেক প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর। রাণবীরের স্ত্রী হয়েছেন রাশমিকা মান্দানা। খল চরিত্রে রয়েছেন ববি দেওল।
১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রাণবীর অভিনীত অ্যাকশন থ্রিলার ‘অ্যানিমাল’।