তিন দিনের এই ফেস্টিভাল আগামী ১২ জুলাই শুরু হচ্ছে।
Published : 13 Jun 2023, 07:37 PM
তিনদিনের 'ঢাকা সামার কন’ ফেস্টিভাল শুরু হচ্ছে আগামী ১২ জুলাই; প্রথমবারের মতো অনুষ্ঠিত এই আয়োজনে কমিক, কসপ্লে, কনসার্ট, গেমিং ও আর্টসহ বিনোদনের নানা অনুষঙ্গ উপভোগ করা যাবে।
ইভেন্ট ম্যানেজমেন্ট ও জনসংযোগ কোম্পানি মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ এর আয়োজন করছে।
প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ১২ থেকে ১৪ জুলাই ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই ‘ঢাকা সামার কন ২০২৩’ অনুষ্ঠিত হবে।
ফেস্টিভালের কনভেনর এবং মিডিয়াকোয়েস্ট বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা তারিকুল সুমন বলেন, “সকল প্রকার বিনোদনের সমারোহে প্রথমবারের মত এই ফেস্টিভাল আয়োজন করতে যাচ্ছি। পছন্দের সুপারহিরোর পারফর্মেন্স কিংবা প্রিয় কসপ্লে আর্টিস্টের সঙ্গে দেখা করার পাশাপাশি দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর মিলন মেলা হয়ে উঠবে ঢাকা সামার কনের মঞ্চ।”
এতে শিশুদের জন্য বিশেষ জোনের ব্যবস্থা থাকবে জানিয়ে তিনি বলেন, “তারা নিরাপদে খেলাধুলা করার সুযোগ পাবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানকে রেখে ফেস্টিভালের অন্যান্য প্রোগ্রাম উপভোগ করতে পারবেন।
“তাছাড়াও আমরা বেশ কিছু সারপ্রাইজ রেখেছি, যা আমাদের দশনার্থীদের বাড়তি আনন্দ দেবে। আশা করি ‘ঢাকা সামার কন’ বিনোদনে এক নতুন মাত্রা যোগ করবে।"
আয়োজকরা জানান, কসপ্লেয়াররা তাদের পছন্দের কমিক, সুপারহিরো ও সিনেমার চরিত্রগুলোকে তুলে ধরতে পারবেন। এরপর কস্টিউম প্লের মাধ্যমে মঞ্চ মাতাবেন, থাকবে ফ্রি-স্টাইল পরিবেশনা। কসপ্লেয়ারদের কখনও দেখা যাবে গোয়েন্দা শার্লক হোমস সেজে হ্যারি পটারকে পরামর্শ দিতে, ব্যাটম্যানকে দেখা যাবে ‘ম্যাট্রিক্স’ সিনেমার নিওর সঙ্গে আড্ডা দিতে। ডিজনির প্রিন্সেস এলসা আর অ্যানিমে চরিত্র নারুটোকেও বন্ধুরসঙ্গে সেলফি তুলতে দেখা যাবে।
এতে প্রতিযোগিতার মাধ্যমে তিনটি ভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী নির্বাচন করা হবে।
এছাড়া কমিকপ্রেমীদের আলাদা জোন থাকবে, যেখানে ভিনটেজ ক্লাসিক থেকে কমিক্সের বিশাল সংগ্রহও পাওয়া যাবে।
এর বাইরে দেশীয় বিখ্যাত সব হেভি মেটাল, রক ও পপ ব্যান্ডের সঙ্গে সংগীত পরিবেশনাও রয়েছে; এর সঙ্গে থাকবে হিপহপ, কে-পপ, জে-পপসহ বিভিন্ন গ্রুপের পরিবেশনা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা সামার কনে এক্সপেরিয়েন্স জোন থাকবে। যেখানে দেশি-বিদেশি প্রতিষ্ঠান তাদের প্যাভিলিয়নে পণ্য ও সেবা প্রদর্শন করবে। আরও থাকবে আর্টিস্ট অ্যালি, অ্যাকশন ফিগার ও টয় কালেকশন।
এছাড়াও ভি-আর এক্সপেরিয়েন্স, ফ্যান মিট-গ্রিট, পুনর্মিলন, কমিক ও কসপ্লে মাররেন্ডাইজিংয়ে ভরপুর থাকবে এক্সপেরিয়েন্স জোন; তিনদিনের ফেস্টিভালে হরেক রকম খাবার নিয়ে একটি ফুডকোর্ট থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।