সেই মনসুর আলী খান পাতৌদি-শর্মিলা ঠাকুর থেকে শুরু করে আজহার আলী খান-সঙ্গীতা বিজলানি, আর একালেরর বিরাট কোহলি-আনুশকা শর্মা; ভারতে ক্রিকেটার ও বলিউড তারকাদের প্রেম-বিয়ে নতুন নয়। এই তালিকায় নতুন যুক্ত হল ক্রিকেটার কে এল রাহুল ও অভিনেতা সুনীল শেঠি মেয়ে অভিনেত্রী আথিয়া শেঠির নাম। তিন বছর ‘সিরিয়াস’ প্রেম সেরে বিয়ের মণ্ডপে জয়ের হাসি হাসলেন দুজনে। বিয়ের কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সবার শুভকামনা চেয়েছে আথিয়া।
দেশের বিনোদন জগতের কয়েকজন তারকা তাদের রিলেশনশিপ স্ট্যাটাস ‘সিঙ্গেল’ থেকে ‘ম্যারিড’ করার জন্য ফেলে আসা বছরটিকে কাজে লাগিয়েছেন। বছরজুড়ে সেসব বিয়ে আলোচনারও জন্ম দিয়েছে।