ইতোমধ্যে সিনেমার লুক ফাইনাল করে ফেলেছেন নির্মাতা অয়ন। এমনকি দুই রাণবীরকে নিয়ে টুকটাক শুটিংও সেরে নিয়েছেন।
Published : 09 Dec 2023, 11:56 PM
রাণবীর কাপুর অভিনীত সিনেমা ‘অ্যানিমাল’-এর সাফল্যের মধ্যেই শিরোনাম হলেন বলিউডের আরেক অভিনেতা রাণবীর সিং। খবর উড়েছে, এবার তাদের দেখা যাবে এক সিনেমায়।
হিন্দুস্তান টাইমস লিখেছে, অয়ন মুখার্জি পরিচালিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র ২’ তে রাণবীর কাপুরের বাবার চরিত্র করবেন রাণবীর সিং।
ইতোমধ্যে সিনেমার লুক ফাইনাল করে ফেলেছেন নির্মাতা অয়ন। এমনকি দুই রাণবীরকে নিয়ে টুকটাক শুটিংও সেরে নিয়েছেন।
গতবছর সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ১ শিবা’। সিনেমাটি মুক্তির পর থেকেই সিক্যুয়েল নিয়ে দর্শকদের মনে প্রশ্নের অন্ত নেই।
তাদের অন্যতম প্রশ্ন হল, শিবার বাবা, অর্থাৎ দেবের চরিত্রে কাকে দেখা যাবে।
হিন্দুস্তান টাইমস বলছে, অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমায় দেবের চরিত্রে দেখা যাবে রাণবীর সিংকে। ইতোমধ্যে তিনি চুক্তিও সই করেছেন। যদিও ‘ব্রহ্মাস্ত্র ২’ এর স্ক্রিপ্ট নিয়ে এখনও কাজ চলছে।
২০২৫ সাল থেকে পুরোদমে শুরু হতে পারে ‘ব্রহ্মাস্ত্র ২’ এর শুটিং।