প্যারিসে আইফেল টাওয়ারের সামনে এক অনুষ্ঠানে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছেন উর্বশী।
Published : 25 Aug 2023, 12:17 PM
ফুটবলের মত ক্রিকেট বিশ্বকাপেরও ট্রফি উন্মোচন হল বলিউডি অভিনয় শিল্পীর হাত ধরে।
কাতার বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছিলেন বলিউডি নায়িকা দীপিকা পাড়ুকোন। এবার ক্রিকেট বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন হিন্দি সিনেমার অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলা।
আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের এবারের আসর। ফাইনাল ১৯ নভেম্বর।
বলিউড লাইফ ডটকম জানিয়েছে, প্যারিসে আইফেল টাওয়ারের সামনে এক অনুষ্ঠানে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেন উর্বশী।
সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে উর্বশী বলেছেন, “ভারতের প্রথম অভিনেত্রী হিসেবে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ট্রফির উন্মোচন অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি সম্মানিত। আইফেল টাওয়ারের সামনেই এই কাজ করলাম আমি, ভাবা যায়!”
উর্বশীর প্রশংসা করে একজন বলেছেন, “এবার তো ট্রফি ভারতে আসতেই হবে।”
“আপনার সঙ্গে ক্রিকেটের যোগ দারুণ তো,” মন্তব্য আরেকজনের।
এক সময় ঋষভ পান্ত ও পাকিস্তানি পেসার নাসিম শাহের সঙ্গে উর্বশীর প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। পরে অবশ্য সে সব কথা গুজবই থেকে যায়।
ভারতীয় এই অভিনেত্রী এখন ব্যস্ত তার কাজ নিয়ে। সম্প্রতি তেলেগু সিনেমা ‘ব্রো দ্য অবতার’ এ দেখা যায় তাকে। এ সিনেমার একটি গানে পারফর্ম করেছেন উর্বশী।