মে মাসে ‘নয়ন রহস্য’ সিনেমা মুক্তি দিয়ে কালজয়ী গোয়েন্দা চরিত্র ফেলুদাকে পর্দায় নিয়ে আসছেন নির্মাতা সন্দীপ রায়।
Published : 31 Mar 2024, 08:56 AM
লোকসভা নির্বাচন ঘিরে কলকাতার অনেক নির্মাতা আগামী দুই মাস সিনেমা মুক্তি নিয়ে দোলাচলে পড়লেও ব্যতিক্রমী সিদ্ধান্ত নিচ্ছেন পরিচালক সন্দীপ রায়।
সংবাদ প্রতিদিন লিখেছে, মে মাসে ‘নয়ন রহস্য’ সিনেমা মুক্তি দিয়ে কালজয়ী গোয়েন্দা চরিত্র ফেলুদাকে তিনি পর্দায় নিয়ে আসছেন।
এই সিনেমায় ফেলুদা হিসেবে আবারও ধরা দিচ্ছেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত, সঙ্গে তোপসে হয়ে থাকছেন আয়ুষ দাস। লালমোহন গাঙ্গুলির চরিত্রে আছেন অভিজিৎ গুহ।
অর্থাৎ ফেলুদার গোয়েন্দা কাহিনী নিয়ে আগের সিনেমা ‘হত্যাপুরী’ টিমই থাকছে নতুন সিনেমায়।
সন্দীপ রায় এই সিনেমা তৈরির ঘোষণা দিয়েছিলেন গেল বছরের মে মাসের ২ তারিখে, বাবা সত্যজিতের ১০৩তম জন্মবার্ষিকীতে।
২০২২ সালে ‘হত্যাপুরী’ সিনেমা দিয়ে পাঁচ বছর পর বড় পর্দায় ফেরে ফেলুদা। এর মাঝে ওটিটিতে ‘ফেলুদা’র কয়েকটি গল্প সিরিজ হয়ে এসেছে।
প্রথমবার গোয়েন্দা ফেলুদা নিয়ে যে ওয়েব সিরিজটি তৈরি হয় বাংলাদেশে, সেটি ছিল এই ‘নয়ন রহস্য’ নিয়েই।
‘নয়ন রহস্য’ অবলম্বনে ভিডিও স্ট্রিমিং সাইট বায়োস্কোপের জন্য তৈরি করা ধারাবাহিকটি পরিচালনা করেছিলেন তৌকির আহমেদ।
সেখানে আহমেদ রুবেল হয়েছিলেন ফেলুদা। জটায়ু চরিত্রে আজাদ আবুল কালাম এবং তোপসে চরিত্রে অভিনয় করেন নওফেল আশরাফি জিসান।
সত্যজিতের ছেলে সন্দীপ রায় পরে ফেলুদার গল্প নিয়ে বানিয়েছেন ‘বাক্স রহস্য’, ‘বোম্বাইয়ের বোম্বেটে’, ‘কৈলাসে কেলেঙ্কারি’, ‘টিনটোরেটোর যীশু’, ‘গোরস্থানে সাবধান’, ‘রয়েল বেঙ্গল রহস্য’ আর ‘ডবল ফেলুদা’। এসব সিনেমায় ফেলুদা হয়েছেন সব্যসাচী চক্রবর্তী। অনেক দর্শকের মতে, ফেলুদা চরিত্রটিকে অন্য মাত্রায় নিয়ে যেতে পেরেছেন সব্যসাচী।
সন্দীপ রায় ২০১৪ সালে বাদশাহী আংটি বানিয়েছিলেন ফেলুদা চরিত্রে আবীর চট্টোপাধ্যায়কে নিয়ে। ওই সিনেমায় তোপসে হয়েছিলেন সৌরভ দাস।