অমিতাভের পায়ে রক্ত জমাট বেঁধেছিল, রক্ত চলাচল সচল করতেই নাকি এনজিওপ্লাস্টির পথ বেছে নেন চিকিৎসকরা।
Published : 15 Mar 2024, 03:09 PM
অসুস্থ হয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, শুক্রবার শহরের কোকিলাবেন আম্বানি হাসপাতালে অমিতাভকে নেওয়া হয়। সেখানে ভর্তির পর অমিতাভের এনজিওপ্লাস্টি করা হয়েছে।
সাধারণত হার্টের অসুখের ক্ষেত্রে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। কিন্তু ভারতের এই সংবাদমাধ্যমটি বলছে অমিতাভের পায়ে এনজিওপ্লাস্টি করা হয়।
অমিতাভের পায়ে রক্ত জমাট বেঁধেছিল। রক্ত চলাচল সচল করতেই নাকি এনজিওপ্লাস্টির পথ বেছে নেন চিকিৎসকরা।
তবে এখন পর্যন্ত বচ্চন পরিবারের পক্ষ থেকে কোনো তথ্য জানান হয়নি।
মাইক্রো ব্লগিং সাইট 'এক্সে' এদিন একটি পোস্টও করেন অভিনেতা। তিনি লেখেন, “আমি চিরকৃতজ্ঞ।”
পোস্টটি করার পরপরই অভিনেতার সংক্ষিপ্ত এই কথা ঘিরে কৌতুহল তৈরি হয় তার ভক্ত-অনুরাগীদের মধ্যে।
আর বেলা গড়াতে এই অভিনেতার অসুস্থতার খবর আসে।
আশি পেরোনো অমিতাভের সক্রিয় জীবনযাপন সবাইকে অনুপ্রেরণা যুগিয়ে চলে। বড় পর্দা থেকে ছোট পর্দা দু’জায়গাতেই চুটিয়ে কাজ করছেন এ মহাতারকা। বাদ নেই বিজ্ঞাপনের কাজ। রিয়েলিটি শো 'কৌন বনেগা কৌড়পতি' মানেই অমিতাভের জোরালো উপস্থিতি।
কিন্তু মাত্র এক বছরের ব্যবধানে তার হাসপাতালে যাওয়ার খবর আসল চার বার।
গেল বছরে হায়দরাবাদে দক্ষিণী সিনেমা ‘কল্কি ২৯৮৯’র অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় পড়েন অমিতাভ। সেবার তার পাঁজর ফেটে যায়, এবং ডান পাঁজরের খাঁচার পেশীও ছিঁড়ে যায়। সঙ্গে সঙ্গে এই অভিনেতাকে হাসপাতালে নেওয়া হয়। তার চিকিৎসায় কোনো ক্রুটি না হলেও দীর্ঘসময় বুকে ব্যান্ডেজ পেঁচিয়ে বাসায় বিশ্রামে থাকতে হয়েছিল অমিতাভকে। হাঁটাচলা তো বটেই কয়েকদিন শ্বাস-প্রশ্বাসেও সমস্যা হয়েছিল বলে জানিয়েছিলেন এই অভিনেতা।
এর আগে 'কৌন বনেগা ক্রোড়পতির’ সেটে ধারাল ধাতব টুকরা লেগে তার বাম পায়ের হাঁটুর নিচের মাংসপেশীর শিরা কেটে যায়। তড়িঘড়ি করে অমিতাভকে হাসপাতালে নিয়ে কেটে যাওয়া জায়গায় সেলাই দেওয়া হয়।
এবারের জটিলতাও ওই দুর্ঘটনারই কারণ কীনা সে বিষয়ে কিছু জানা যায়নি।
আর চলতি বছরের শুরুতে বিগবির হাতের কবজিতে একটি অস্ত্রোপচার হয়।
শুটিংয়ে কাটল পা, অমিতাভের হাঁটতে বারণ
শুটিংয়ে কাটল পা, অমিতাভের হাঁটতে বারণ
পাঁজরে চোট পেয়েছেন অমিতাভ, শ্বাস নিতে কষ্ট
‘এমন অভিজ্ঞতা প্রথম’: আম্বানি সাম্রাজ্য থেকে ফিরে বললেন অমিতাভ