ভারতের গুজরাটের জামনগরে আম্বানিদের সাম্রাজ্যে প্রায় তিন হাজার একর জায়গা নিয়ে নির্মিত প্রাণী অভয়াশ্রমের নাম ‘বনতারা’।
Published : 05 Mar 2024, 10:00 PM
ছেলের বিয়ে উপলক্ষে ভারতের আম্বানি পরিবারের আতিথেয়তা আর আয়োজনের জৌলুস ছাপিয়ে বলিউডি মহাতারকা অমিতাভ বচ্চনকে মুগ্ধ করেছে বন্যপ্রাণীর জন্য তাদের গড়ে তোলা একটি অভয়াশ্রম।
হিন্দুস্তান টাইস লিখেছে, বিলুপ্তি বা বিপদের মুখে থাকা হাতি থেকে নানা ধরনের পশু, পাখি এমনকি সরীসৃপেরও জায়গা হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানির ওই অভয়াশ্রমে।
ভারতের গুজরাটের জামনগরে আম্বানিদের সাম্রাজ্যে প্রায় তিন হাজার একর জায়গা নিয়ে নির্মিত এ অভয়াশ্রমের নাম ‘বনতারা’। আধুনিক এই প্রকল্পে হাতির জন্যও চিকিৎসালয় আছে।
মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠানের দ্বিতীয় দিন ‘আ ওয়াক অন দ্য ওয়াইল্ড সাইড’ শিরোনামের অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে ‘বনতারা’ ঘুরে দেখেন অমিতাভ। আর তাতে যে তিনি দারুণ মুগ্ধ, তা ফুটে উঠেছে মুম্বাইয়ে ফিরে তার লেখা ব্লগে।
বিগ বি লিখেছেন, “এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি। শুধু বিয়ের পরিবেশ নয়, পশুর অভয়াশ্রম ‘বনতারা’ নিয়ে ভাবছি। শুভকামনা, কী একটি অসাধারণ অভিজ্ঞতা এবং প্রাণীদের জন্য সবচেয়ে বৈজ্ঞানিক সেবা ব্যবস্থা। দুঃস্থ অবলা জীবদের এই খামারে নিয়ে এসে সেবা শুশ্রূষা করা হয় এবং তাদের লালন-পালন করা হয়।“
অভয়াশ্রমের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য প্রশংসা ঝরেছে অমিতাভের কথায়।
“এটা এমন এক অভিজ্ঞতা, যা শুধু দেখলেই বিশ্বাস করতে পারবেন। অভিজ্ঞতার আনন্দ এবং পরমানন্দ, এর থেকে বেশি আর কী বলব। আপনাদের সবার অবশ্যই দেখা উচিত। “
অনন্ত ও তার ভাবী পুত্রবধূ রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ আয়োজন বসেছিল শুক্র থেকে রোববার তিনদিন। সেখানে ছিলেন বলে রোববার মুম্বাইয়ে বাসভবন ‘জলসা’র বাইরে ভক্তদের দেখা দিতে পারেননি বিগ বি। সে কারণে হতাশ হতে হয় তার ভক্তদের।
ভক্তদের উদ্দেশে অমিতাভ লিখেছেন, “জলসার দরজা রোববার খোলেনি। কিন্তু বিয়ের দরজা খুলেছে… বিয়ে বাড়িতে গিয়েছিলাম, সবেমাত্র ফিরলাম।“