ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আগামী ২৪ নভেম্বর এই কনসার্টে অংশ নেবে অন্তত ১৫টি ব্যান্ড এবং কয়েকজন শিল্পী।
Published : 09 Nov 2023, 03:23 PM
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ এবং নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় হতে যাচ্ছে চ্যারিটি কনসার্ট ‘টু গাজা ফ্রম ঢাকা’।
‘আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইড’-এর ব্যানারে এই আয়োজন করছেন ঢাকার একদল তরুণ সংগীতশিল্পী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আগামী ২৪ নভেম্বর হবে এই কনসার্ট। অন্তত ১৫টি ব্যান্ডের পাশাপাশি কয়েকজন শিল্পী সেখানে গান পরিবেশন করবেন।
এ কনসার্টে গাওয়ার জন্য কেউ কোনো পারিশ্রমিক নিচ্ছেন না। গণহত্যাবিরোধী এ কনসার্ট থেকে অর্জিত পুরো অর্থই 'রেড ক্রিসেন্ট' অথবা 'প্যালেস্টাইন চিলড্রেন্স ফান্ড'-এর মাধ্যমে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত অসহায় বেসামরিক জনগণের খাবার ও চিকিৎসার জন্য পাঠানো হবে।
কনসার্টে যারা অংশ নেবে, তাদের মধ্যে আছে ব্যান্ড দল মাকসুদ ও ঢাকা, এভয়েড রাফা, বাংলা ফাইভ, নেমেসিস, কার্নিভাল, সংগীত শিল্পী মাশা ইসলাম, র্যাপার শাফায়েত ও গায়ক আসির আরমান।
কয়েকদিনের মধ্যে আরও কয়েকটি জনপ্রিয় ব্যান্ড এবং কয়েকজন শিল্পীকে চূড়ান্ত করা হবে বলে গ্লিটজকে জানিয়েছেন কনসার্টের অন্যতম আয়োজক সংগীতশিল্পী আহমেদ হাসান সানি।
টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। যদি কেউ এর বেশি অর্থ সাহায্য করতে চান, সে ব্যবস্থাও রাখা হয়েছে।
সানি বলেন, "আমরা সবাইকে এই মহৎ কাজের অংশীদার হওয়ার জন্য আমন্ত্রণ জানাই। একসাথে আমরা বিশ্বজুড়ে সমবেদনার শক্তি প্রদর্শন করতে পারি। আমরা ফিলিস্তিনে চলমান জেনোসাইডের বিরুদ্ধে কথা বলতে চাই এবং সেইসাথে পৃথিবীর সব শিল্পীদের এক করতে চাই।"
'আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট' প্ল্যাটফর্মের মুখপাত্র হিসবে রয়েছে সংগীতশিল্পী আহমেদ হাসান সানি, কার্টুনিস্ট মোরশেদ মিশু ও শিল্প নির্দেশক রঞ্জন রব্বানী।
এছাড়া আরও অনেক স্বেচ্ছাসেবক এই প্ল্যাটফর্মে যুক্ত আছেন। ফিলিস্তিন ছাড়াও পৃথিবীর সব জায়গার গণহত্যার বিরুদ্ধে কথা বলবে এই প্ল্যাটফর্ম৷
আহমেদ হাসান সানী বলেন, "এ আয়োজনটি শুধুমাত্র কনসার্ট নয়, এটি একটি মুভনেন্ট। শান্তি, মানবতা এবং ন্যায়বিচারের জন্য সচেতনতা গড়ে তোলার আন্দোলন।"
কনসার্টের পাশাপাশি কার্টুনিস্ট মোরশেদ মিশু ঢাকা শহরের দেয়ালে দেয়ালে গাজায় গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদী গ্রাফিতি আঁকবেন।
মিশু বলেন, "মানুষকে একত্রিত করতে এবং সহানুভূতি জাগিয়ে তোলার জন্য আমরা সংগীতের শক্তিতে বিশ্বাস করি। 'টু গাজা ফ্রম ঢাকা' শুধু একটি কনসার্ট নয়; এটি সংঘাতে ক্ষতিগ্রস্তদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে একটি আন্দোলন।"