সোমবার নিজের প্রথম লুক ইনস্টাগ্রামে প্রকাশ করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, কখনো সাদামাটা, কখনো শয়তান!
Published : 04 Dec 2023, 08:13 PM
বলিউড অভিনেতা শারিব হাশমি ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার জুটির প্রথম সিনেমা ‘দ্য জেব্রাজ’-এর ঘোষণা এসেছিল মাস কয়েক আগেই। এবার প্রিয়াঙ্কার লুকের পোস্টার এল সেশাল মিডিয়ায়।
সোমবার প্রিয়াঙ্কা নিজের ইনস্টাগ্রামে নিজের প্রথম লুক প্রকাশ করে ক্যাপশনে লেখেন, “কখনো সাদামাটা, কখনো শয়তান!
“অনীক চৌধুরীর হিন্দি প্রজেক্ট ‘দ্য জেব্রাজ’তে একজন দানব বস্তির একজন সাধারণ নারীর চরিত্রে মডেলের বেশে চাইনাটাউনে ঘুরে বেড়াচ্ছে।”
সিনেমাতে প্রিয়ঙ্কার একাধিক লুক রয়েছে। একটি লুকে দেখা যাচ্ছে মেকআপহীন সাদামাটা চেহারায় অটোর পিছনের সিটে বসে রয়েছেন অভিনেত্রী।
ফ্যাশন জগতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে তৈরি ‘দ্য জেব্রাজ’ পরিচালনা করেছেন অনীক চৌধুরী।
সিনেমায় প্রিয়াঙ্কা অভিনীত চরিত্রের নাম সুমেরা। চরিত্রটি প্রসঙ্গে নির্মাতা অনীক বললেন, “মফস্বল থেকে ফ্যাশন জগতে নিজের জায়গা পাকা করতেই চরিত্রটা কলকাতায় আসে। কিন্তু ঘটনাচক্রে একাধিক বাধার সম্মুখীন হয়।’’
এক সময় কলকাতায় কৃত্রিম বুদ্ধিমত্তা ছড়িয়ে পড়ার পর কীভাবে সমস্যার মোকাবিলা করে চরিত্রটি, তা নিয়েই গল্প এগোবে। সিনেমায় পবন নামের একজন ফোটোগ্রাফারের চরিত্রে দেখা যাবে শারিবকে।
ইতোমধ্যেই কলকাতায় সিনেমার শুটিং শেষ করেছেন পরিচালক। উত্তরপাড়া এবং ক্যানিংয়েও সিনেমার কিছু অংশের শুটিং হয়েছে। আপাতত পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হয়েছে।