ওয়াল্ট ডিজনি এবং নেটফ্লিক্সের মত স্ট্রিমিং কোম্পানিগুলোর সঙ্গে উচ্চ পারিশ্রমিকের একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়ে ধর্মঘট ডেকেছে রাইটার্স গিল্ড অব আমেরিকা।
Published : 02 May 2023, 03:41 PM
স্ট্রিমিং প্লাটফর্মগুলোর রমরমায় বিনোদন জগতে নাটকীয় পরিবর্তনে হলিউড যখন হিমশিম খাচ্ছে, ঠিক সেসময়ই ধর্মঘটে যাচ্ছেন ফিল্ম ও টেলিভিশন লেখকরা।
রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার থেকে এই ধর্মঘটের ডাক দিয়েছে ফিল্ম ও টেলিভিশন লেখকদের সংঘ দ্য রাইটার্স গিল্ড অব আমেরিকা (ডব্লিউজিএ)।
ওয়াল্ট ডিজনি কো এবং নেটফ্লিক্স ইনক এর মত কোম্পানিগুলোর সঙ্গে উচ্চ পারিশ্রমিকের একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়ে ১৫ বছরের মধ্যে প্রথমবারের মত কলমবিরতিতে গেল লেখকদের এই সংঘ।
ডব্লিউজিএ’র ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, লেখকদের সংঘের কাঠামোর ভেতরেই কোম্পানিগুলো কম পয়সায় পার্টটাইম লেখকদের নিয়ে কাজ করছে। তাতে মূল লেখকদের কদর কমছে, তারা উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছে না। আর এ বিষয়ে আলোচনায় অনড় অবস্থানে থেকে কোম্পানিগুলো তাদের প্রতিশ্রুতির বরখেলাপ করেছে।
ওয়াল্ট ডিজনি ও নেটফ্লিক্সসহ স্ট্রিমিং প্লাটফর্মগুলোর প্রতিনিধিত্বকারী দ্য অ্যালায়েন্স অব মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন প্রডিউসারস (এএমপিটিপি) সোমবার জানায়, ডব্লিউজিএ’র সঙ্গে সমঝোতার আলোচনায় তারা ক্ষতিপূরণ হিসেবে লেখক সংঘের সঙ্গে কার্যক্রম বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
হলিউডের বিনোদন জগতে একটি চরম অর্থনৈতিক সংকটের পরিস্থিতিতে ডব্লিউজিএ’র সঙ্গে টিভি স্ট্রিমিং প্লাটফর্মগুলোর চলমান চুক্তির মেয়াদ শেষে এই ধর্মঘট ডাকা হয়েছে, যাতে সমর্থন রয়েছে ডব্লিউজিএ’র সাড়ে ১১ হাজার সদস্যের।
বিভিন্ন কনটেন্টে বিলিয়ন ডলার বিনিয়োগ করে গ্রাহক ধরে স্ট্রিমিং সার্ভিসকে লাভজনক ব্যবসায় রূপান্তর করতে গিয়ে স্ট্রিমিং কোম্পানিগুলো ওয়ালস্ট্রিটের চাপের মধ্যে রয়েছে।
এর আগে ২০০৭ ও ২০০৮ সালে একশ দিন ধর্মঘট পালন করেছিল ডব্লিউজিএ। সেসময় প্রোডাকশন বন্ধ হয়ে যায় এবং বেকার লেখক, অভিনেতা ও প্রযোজকরা খরচ কমিয়ে দেয়। তাতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতিতে আনুমানিক ২০০ কোটি ডলারেরও বেশি ক্ষতি হয়।
এএমপিটিপির বিবৃতিতে বলা হয়, একদিন আগেও প্রযোজকরা লেখকদের উচ্চ পারিশ্রমিক ও অন্যান্য বিষয়গুলোর প্রস্তাব বাড়ানোর জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু এখন তারা সেটি করতে রাজি নন। কারণ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনার টেবিলে রয়েছে, যেগুলো বাস্তবায়নে জোর দিচ্ছে গিল্ড।
এএমপিটিপি বলছে, গিল্ডের সঙ্গে বিপত্তির প্রাথমিক কারণটা রয়েছে চুক্তির মধ্যে, সেখানে বলা হয়েছে, কোনো শো নির্মাণের জন্য একটি কোম্পানির সঙ্গে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট সংখ্যক লেখক থাকতে হবে, তার প্রয়োজন হোক বা না হোক।
“এএমপিটিপি চুক্তির এই অচলাবস্থা কাটাতে ডব্লিউজিএ’র সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইচ্ছুক।”
স্ট্রিমিং ব্যবসার এই সংকটের কারণে টেলিভিশন বিজ্ঞাপন থেকে আয় কমছে স্টুডিওগুলোর। কারণ সাধারণ টেলিভিশন দর্শক কমছে এবং বিজ্ঞাপনও হাতছড়া হয়ে যাচ্ছে। মোটা দাগে, বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে মন্দার হুমকি তৈরি হয়েছে।
লেখকরা বলছেন, স্ট্রিমিং টিভির সংখ্যা বৃদ্ধি এবং স্বল্প মেয়াদে অল্প পারিশ্রমিকের কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা বেতন বৃদ্ধি ও ইন্ড্রাস্ট্রির এখনকার চর্চার পরিবর্তন চাইছেন।
গিল্ডের হিসাব বলছে, টিভি সিরিজ লেখকদের অর্ধেক এখন ন্যূনতম বেতনে কাজ করছেন, যা ২০১৩-১৪ মওসুমে ছিল এক-তৃতীয়াংশ।
উভয় পক্ষের দর কষাকষির টেবিলে আলোচনার আরেকটি বিষয় হল কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার। লেখকদের আগের কাজগুলো থেকে ধারণা নিয়ে নতুন স্ক্রিপট তৈরি করছে এআই। ফলে এটি প্রতিরোধ করতে সুরক্ষামূলক ব্যবস্থা চান গিল্ডের লেখকরা। সেইসঙ্গে এআই এর খসড়া স্ক্রিপট লেখকদের পুনর্লিখন করতে বলা হবে না, সেই নিশ্চয়তাও চাইছেন তারা।