বিটিভির দুই নাটকে নূনা আফরোজ

মঞ্চে অভিনয় নিয়ে ব্যস্ত থাকা এ অভিনেত্রী অনেকদিন পর টিভি নাটকে কাজ করেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2022, 03:07 PM
Updated : 16 Sept 2022, 03:07 PM

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দুই নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী ও নাট্যনির্দেশক নূনা আফরোজ।

এর মধ্যে ‘ক্যানভাস’ নাটকটি প্রচার হবে শনিবার রাত ৯টায় এবং ‘জয়ন্তী ভোগান্তি’ নামে আরেকটি নাটক সম্প্রচার হবে পরের শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টায়।
ক্যানভাস নাটকটি লিখেছেন এম এ সবুর। প্রযোজনা করেছেন লুৎফর রহমান রবিন। অন্যদিকে আন্তন চেখভের দি জুবিলি থেকে জয়ন্তী ভোগান্তি এর নাট্যরূপ দিয়েছেন মিরন মহিউদ্দিন।

অনেকদিন পর বিটিভির দুটো নাটকে অভিনয় করার কথা জানিয়ে নূনা আফরোজ গ্লিটজকে বলেন, “মঞ্চে অভিনয় নিয়েই এখন ব্যস্ত থাকা হয়। এই মাসে চট্টগ্রাম এবং কুমিল্লায় প্রাঙ্গণেমোর নাট্যদলের দুটি নাটকের ছয়টি প্রদর্শনী করেছি। যেখানে আমি অভিনয় করেছি।

“থিয়েটারে বেশি ব্যস্ত থাকা এবং পারিবারিক কাজের কারণে টেলিভিশন নাটকে খুব বেশি কাজ করা হয় না।“

দুটি নাটকেই সহশিল্পীরা থিয়েটারের মানুষ উল্লেখ করে তিনি জানান, তাদের মধ্যে আছেন আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী ও সুমি।

এদের সঙ্গে অভিনয় করে ভীষণ আনন্দ পেয়েছেন এ অভিনেত্রী। তিনি বলেন, “এখানে একটু বেশি ভালো লাগার বিষয় ছিল- দুটো নাটকেই আমার সহশিল্পী থিয়েটারের মানুষ এবং মজার বিষয় হল তারা নাট্য সংগঠন প্রাচ্যনাটের।“