নভেম্বরে শুরুতে হতে পারে তাদের নতুন সিনেমার শুটিং।
Published : 06 Oct 2023, 03:36 AM
বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীর নতুন সিনেমার খবর এসেছে। সেই সিনেমায় তিনি নায়িকা হিসেবে পাচ্ছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে।
সিনেমার নাম জানা না গেলেও আনন্দবাজার জানিয়েছে, চিত্রনাট্য পছন্দ হয়েছে স্বস্তিকার। সিনেমার প্রস্তাব বাংলাদেশ থেকেই এই নায়িকার কাছে গেছে।
বর্তমানে দুই বাংলা মিলিয়ে ব্যস্ত সময় কাটছে চঞ্চলের। অন্যদিকে স্বস্তিকাও কিছুটা অসুস্থ এখন। আগামী সপ্তাহেই তার অস্ত্রোপচার হওয়ার কথা। এরপর মাসখানেক বিশ্রাম নেবেন। সব মিলিয়ে দুর্গাপূজার পর অর্থাৎ নভেম্বরে শুরু হতে পারে এই সিনেমার শুটিং।
আগামীতে চঞ্চলকে দেখা যাবে কিংবদন্তী পরিচালক মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ সিনেমায়। সৃজিত মুখার্জির এই সিনেমায় মৃণাল সেন হয়ে ধরা দেবেন অভিনেতা।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে:
https://www.facebook.com/bdnews24/posts/pfbid03tS32MHgxG3KxXqzhnya9E2GKLwB5Pej2ukFjgNm2WkJWNXyA5A32vyw3GcYZmWDl ]