‘কড়ক সিং’ সিনেমায় অভিনয় করবেন জয়া আহসান, এমন খবর দিয়েছে আনন্দবাজার।
Published : 30 Nov 2022, 04:42 PM
দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেজগতে আসন বেশ পোক্ত করেছেন বাংলাদেশের জয়া আহসান; এবার কি তাহলে বলিউডে অভিষেক ঘটছে তার?
গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়ায় জয়ার অবস্থানের মধ্যে কলকাতার দৈনিক আনন্দবাজার এমন খবরই দিয়েছে।
সংবাদপত্রটি রিখেছে, ‘কড়ক সিং’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান। সিনেমাটি পরিচালনা করবেন বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। তিনিও গোয়া চলচ্চিত্র উৎসবে ছিলেন।
তবে বলিউডে যাওয়া নিয়ে এখনও মুখ খোলেননি জয়া।
‘কড়ক সিং’ হবে অনিরুদ্ধের তৃতীয় হিন্দি সিনেমা। আর্থিক কেলেঙ্কারির গল্পনির্ভর ‘কড়ক সিং’র শুটিং হবে মুম্বাই ও কলকাতায়। ডিসেম্বরেই সিনোমটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আর সেজন্যই কলকাতায় আসছেন পঙ্কজ ত্রিপাঠী ও ‘দিল বেচারা’ খ্যাত অভিনেত্রী সঞ্জনা সাংভিরা।
বলিউডের পঙ্কজ ত্রিপাঠি তৃতীয় বারের মতো বাঙালি পরিচালকের সঙ্গে কাজ করছেন। এর আগে তিনি একটি স্বল্প দৈর্ঘ্যের বাংলা সিনেমায় অভিনয় করেছেন। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘শেরদিল: দ্য পিলভিট সাগা’ এ মুখ্য চরিত্রেও অভিনয় করেন তিনি।