নির্মাতা শেখর কাপুর বলেন, “হ্যাঁ, সিক্যুয়েল আসছে। আমি পরিচালনা করছি। তবে বিস্তারিত বলার সময় এখনও আসেনি।”
Published : 09 Jun 2023, 05:10 PM
ক্যারিয়ারের যে সিনেমা নাসিরউদ্দিন শাহকে পরিচিত করে তুলেছিল, আর নির্মাতা শেখর কাপুরকে ‘এন্ট্রি পাস’ দিয়েছিল বলিউডে, সেই ‘মাসুম’ সিনেমার সিক্যুয়েল আসছে চল্লিশ বছর পর।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এবারেও ‘মাসুম’এর দায়িত্ব শেখর অন্য কারও হাতে ছাড়েননি।
সিক্যুয়েলও নির্মাণ করবেন তিনি।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখর বলেন, “হ্যাঁ, সিক্যুয়েল আসছে। আমি পরিচালনা করছি। তবে বিস্তারিত বলার সময় এখনও আসেনি। এ নিয়ে পরে কথা বলি।”
১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মাসুমে’ নাসিরউদ্দিন শাহর সঙ্গে অভিনয় করেন শাবানা আজমী। আর চিত্রনাট্য লিখেছিলেন গুলজার।
শাবানা আজমী ‘মাসুমের’ সিক্যুয়েল নির্মাণের খবরে ‘বিস্ময়’ প্রকাশ করে বলেন,” আমিতো কিছুই জানিনা! শেখরের সঙ্গে তো এর মধ্যে প্রায়ই কথা হয়েছে।“
এরিক সেগালের ‘ম্যান উইমেন অ্যান্ড চাইল্ড’ উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘মাসুম’ প্রায় সব প্রজন্মের দর্শকের কাছে পৌঁছাতে পেরেছিল। সিনেমার সাড়া তোলা ‘তুঝসে নারাজ নেহি জিন্দেগি’সহ সব গানের সুর করেছিলেন রাহুল দেব বর্মণ।
সেই সিনেমার শুটিং হয় নৈনিতালের সেন্ট জোসেফ কলেজে, যেখানে একসময় ছাত্র ছিলেন নাসিরউদ্দিন শাহ।
শেখর কাপুর নির্মিত রোম্যান্টিক কমেডি ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট’ মুক্তি পায় গত বছর।
অন্যদিকে নাসিরউদ্দিন শাহকে শেষ দেখা গেছে জি ফাইভের সিরিজ ‘তাজ’-এর দ্বিতীয় সিজনে।
এছাড়া চলতি বছর করণ জোহরের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাবানা আজমিকে।
পুরনো খবর
স্মিতা পাতিলের প্রতি ‘নির্দয়’ হয়েছিলেন, অনুশোচনা শাবানা আজমীর