ছেলে ইউভানের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে পরিবারে নতুন সদস্য আসার খবর জানান এই চিত্রনায়িকা।
Published : 28 Jun 2023, 04:43 PM
বিয়ের পাঁচ বছর পর দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।
মঙ্গলবার ছেলে ইউভানের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে পরিবারে নতুন সদস্য আসার খবর জানান শুভশ্রী।
ক্যাপশনে লেখেন, “ইউভান এ বার বড় দাদায় উত্তীর্ণ হল।”
ছবিতে বাবা-মার হাত ধরে লাফাতে দেখা গেছে ইউভানকে। তার চোখে মুখে আনন্দের ছটা। পরনে সাদা টি-শার্ট। যেখানে লেখা ‘বড় দাদা’।
এই খবর প্রকাশ্যে আসা মাত্রই শুভশ্রীর ইনস্টাগ্রাম ভরে উঠেছে শুভেচ্ছা বার্তায়।
অভিনেত্রী মৌনি রায় লিখেছেন, “অনেক ভালবাসা খুদের জন্য৷ আমি যে তার প্রিয় মাসি হতে চলেছি, তা বলতে কোনও দ্বিধা নেই।”
সৌমিতৃষা কুণ্ডু লিখেছেন, “হরে কৃষ্ণ।”
অভিনেত্রী শ্রাবন্তীও ভালোবাসা চিহ্ণের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন।
২০১৮ সালে রাজ চক্রবর্তীর গাঁটছড়া বাঁধেন শুভশ্রী। ২০২০ সালের সেপ্টেম্বরে পুত্র সন্তান ইউভানের জন্ম দেন তিনি।
চলতি বছর মার্চে মুক্তি পায় শুভশ্রী অভিনীত সিনেমা ‘ইন্দুবালা ভাতের হোটেল’ । দেশভাগের পটভূমি নিয়ে লেখা কল্লোল লাহিড়ীর উপন্যাস নির্ভর এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে রীতিমতো হইচইফেলে দিয়েছিল অভিনেত্রী।
সিনেমায় তাকে দেখা গেছে ৭৫ বছর বয়সী একজন বৃদ্ধার বেশে। দুই সন্তান নিয়ে বিধবা এই নারী সংসার চালাতে খুলেছেন ভাতের হোটেল। তার জীবনসংগ্রামই ফুটে উঠেছে ওয়েব সিরিজটিতে।
আরও পড়ুন