রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফ্লোরে শুক্রবার শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাঙলা মূকাভিনয় কর্মশালা, চলবে ৬ নভেম্বর পর্যন্ত।
মূকাভিনয় গবেষণা কেন্দ্রের আয়োজনে এই কর্মশালার কোর্স পরিচালক হিসাবে আছেন কাজী মশহুরুল হুদা, প্রধান প্রশিক্ষক হিসাবে আছেন মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজন, কবি ও সংস্কৃতিকর্মী শাহেদ কায়েস ও নৃত্যশিল্পী আল মাসুম সবুজ।
প্রথম দিনের প্রথম পর্ব পরিচালনা করেছেন শাহেদ কায়েস। তার বিষয় ছিল ‘মাইম স্ক্রিপ্ট, শিল্পের সৌন্দর্য, নন্দনতত্ত্ব, গল্পের বুনন ও নির্মাণ কৌশল’।
শাহেদ কায়েস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন দিনব্যাপী মূকাভিনয় কর্মশালার ছয়টি সেশনে আলোচনা ও চর্চা হবে- মূকাভিনয়ের তত্ত্বীয় জ্ঞান, মৌলিক অনুশীলন, স্টাইল ও টেকনিক, ট্র্যাডিশনাল মাইম, বাঙলা মূকাভিনয়, ভাব-রস, তাল-লয়-ছন্দ, মাইম স্ক্রিপ্ট, শিল্পের সৌন্দর্য, নন্দনতত্ত্ব, গল্পের বুনন ও নির্মাণ কৌশল।”
রাজশাহী বিভাগের বিভিন্ন নাট্যদলের বাছাই করা ১৬ জন নাট্যকর্মী এই কর্মশালায় অংশগ্রহণ করছেন। এই আয়োজনে সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের থিয়েটার স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সুখন সরকার।
কর্মশালায় সমন্বয়কারী দল হিসেবে রয়েছে মূকাভিনয় এবং সহযোগিতায় আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’।