তাদের আসার খবরে সকাল থেকেই ভক্তরা বিমানবন্দরে ভিড় করতে শুরু করেন।
Published : 17 Mar 2023, 06:13 PM
দীর্ঘ এক যুগের বেশি সময় পর ভারতের হয়ে অস্কার জয়ের পর ‘আরআরআর’ সিনেমা ও ‘নাটু নাটু’ গানের দল দর্শক-শ্রোতাদের অভ্যর্থনা পাবেন তা অনেকটা নির্ধারিতই ছিল।
শুক্রবার সকালে ‘আরআরআর’ টিম ভারতের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (হায়দ্রাবাদ বিমানবন্দর) এসে পৌঁছলে উচ্ছ্বসিত ভক্তরা শিস ও করতালির মাধ্যমে তাদের স্বাগত জানান।
ভারতের হায়দ্রাবাদ টাইমস বলছে, নির্মাতা এসএস রাজামৌলি, এম এম কিরাভানি ও কালা ভৈরব এদিন সপরিবারে ভারতে ফেরেন। তাদের আসার খবরে সকাল থেকেই ভক্তরা বিমানবন্দরে ভিড় করতে শুরু করেন।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসরে সেরা মৌলিক গানের অস্কার পেয়ে ইতিহাস গড়েছে ভারতীয় নির্মাতা এসএস রাজামৌলির ‘আরআরআর’- সিনেমার ‘নাটু নাটু’ গান।
#Spotted: @ssrajamouli, @ssk1122, @Simhakoduri23 & @kaalabhairava7 all smiles as they return to #India after the #Oscars #SSRajamouli #SriSimhaKoduri #MMKeeravani #SSKarthikeya #KaalaBhairava #NaatuNaatu #RRRWinsOscar
— Hyderabad Times (@HydTimes) March 17, 2023
: @kamlesh_nand pic.twitter.com/jRlv6VXitT
তেলেগু ভাষার গানটি কালা ভৈরব ও রাহুল সিপলিগঞ্জ লিখেছেন। প্রবীণ সংগীত পরিচালক এমএম কিরাভানির সুরে এই গানে কণ্ঠও দিয়েছেন তারা।
অস্কারের মঞ্চেও ‘নাটু নাটু’ গানটি পরিবেশন করেছেন কালা ভৈরব ও রাহুল সিপলিগঞ্জ। তাদের পরিবেশনা শেষে উচ্ছ্বসিত দর্শকদের উঠে দাঁড়িয়ে হাততালি দিতে দেখা গেছে। পুরস্কারটি ঘোষণা করেছিলেন ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
জানুয়ারিতে ‘নাটু নাটু’ গানটি সিনেমায় সেরা মৌলিক গানের গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে নিলে শোরগোল ফেলে দেয়। তার কিছুদিন পরেই ‘ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস’- এ দুটি পুরস্কার পায় এনটিআর জুনিয়র ও রাম চরণ অভিনীত ‘আরআরআর’।
এতে আরও অভিনয় করেছেন আলিয়া ভাট, অজয় দেবগন, অলিভিয়া মরিস, সামুথিরাকানি, অ্যালিসন ডুডি, রে স্টিভেনসন।
রাইজ, রোর, রিভল্ট- এই তিন শব্দের অদ্যাক্ষর নিয়ে ‘আরআরআর’ মুক্তি পেয়েছিল ২০২২ সালের মে’তে। দুই রিয়েল-লাইফ হিরো কোমারাম ভিম ও অল্লুরি সীতারামা রাজুর জীবনের গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমার কাহিনী।
ভারতের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল এ সিনেমাটি মুক্তির পরপরই বক্স অফিসে দারুণ সাফল্য পায়। যুক্তরাষ্ট্রের বাজারেও ভালো ব্যবসা করে এই তেলেগু সিনেমা।
আরও পড়ুন: