Published : 15 Jun 2023, 08:55 PM
বাজারে নিত্যপণ্যের দর বৃদ্ধির জন্য এখন ঢালাওভাবে ইউক্রেইন যুদ্ধ এবং সরবরাহ চেইনের ব্যাঘাতকে দায়ী করেন অর্থনীতিবিদরা। কিন্তু মার্কিন সংগীত শিল্পী বিয়ন্সে গিসেল নোয়েলসেও যে মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে, তা কি কেউ ভেবেছে?
এমন অভিযোগই সামনে এনেছে সুইডেন। গত মাসে এই গায়িকার ওয়ার্ল্ড ট্যুর ঘিরে সেখানে হোটেল ও রেস্টুরেন্টের চাহিদা এতই বেড়ে যায় যে মূল্যস্ফীতির পারদ চড়ে গেছে।
বিবিসি জানিয়েছে, গত মে মাসে সুইডেনে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৭ শতাংশ, যা প্রত্যাশিত মূল্যস্ফীতির চেয়ে বেশি। বিয়ন্সের কানসার্ট ঘিরে হোটেল-রেস্তোরাঁর খরচ বৃদ্ধিকে এর কারণ বলে মনে করা হচ্ছে।
দানস্কে ব্যাংকের অর্থনীতিবিদ মাইকেল গ্রান মনে করেন, বিয়ন্সের কারণে সুইডেনের হোটেল খরচ বেড়েছে। বিনোদন ও সাংস্কৃতিক খাতের খরচে অপ্রত্যাশিত এই উত্থানের পেছনেও তিনি কারণ হতে পারেন।
বিবিসিকে তিনি বলেন, “উচ্চ মূল্যস্ফীতির জন্য আমি বিয়ন্সকে দোষ দেব না… কিন্তু তার পারফর্মেন্স ও সুইডেনে তার অনুষ্ঠান দেখতে বৈশ্বিক চাহিদা দৃশ্যত কিছু একটা যোগ করেছে এতে।”
সাত বছরের মধ্যে এই গায়িকার প্রথম একক ট্যুর যে বিশ্বে বড় ধরনের অর্থনৈতিক প্রভাব ফেলেছে, তাতে কোনো সন্দেহ নেই। সেপ্টেম্বরে শেষ হতে যাওয়া এই ট্যুর থেকে প্রায় ২০০ কোটি পাউন্ড আয় হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
এয়ারবিএনবির বিবিসি জানিয়েছে, বিয়ন্সের ট্যুর ঘোষণার পর শহরগুলোতে থাকার জায়গা খোঁজার প্রবণতা বেড়ে যায়। অনেক কনসার্টের টিকেট বিক্রি হয়ে যায় কয়েক দিনের মধ্যেই। খুচরা বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যায়।
যুক্তরাজ্যের কার্ডিফের কনাসার্টে লেবানন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে বিয়ন্সের ৬০ হাজার ভক্তের সমাগম ঘটে। লন্ডনের কনসার্টে হোটেলের চাহিদা এত বেশি ছিল যে, একটি হোটেলে থাকা কিছু গৃহহীন পরিবারকে স্থানীয় কাউন্সিলের মাধ্যমে সরিয়ে দেওয়া হয় বিয়ন্সের ভক্তদের জায়গা করে দিতে।
স্টকহোম কনসার্টে দুই রাতে ৪৬ হাজার মানুষ ভিড় করে। সারা বিশ্ব থেকে, বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে সেখানে সমবেত হন ভক্তরা।
স্টকহোমে পর্যটন ফুলে ফেঁপে ওঠার পেছনে ‘বিয়ন্সের প্রভাবই’ কারণ বলে গত মাসে ওয়াশিংটন পোস্টকে জানায় ট্যুর এজেন্সি ভিজিট স্টকহোম।
গতবছরের ডিসেম্বরের সুইডেনে মূল্যস্ফীতির হার ছিল ১২ দশমিক ৩ শতাংশ, এপ্রিলের ১০ দশমিক ৫ শতাংশ থেকে কমে মে মাসে দাঁড়ায় ৯ দশমিক ৭ শতাংশে। যদিও অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন, মে মাসে এই হার হবে ৯ দশমিক ৪ শতাংশ।
অর্থনীতিবিদ গ্রান বলেন, একজন তারকার কারণে এমন প্রভাব দুর্লভ। বড় বড় ফুটবল টুর্নামেন্ট হলে এমন প্রভাব পড়ে।
জুন মাসে সুইডেনের এই মূল্যস্ফীতিরি পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি।