সিনে বিশ্লেষকদের ধারণা, ‘জওয়ান’ ঝড়ে উড়ে যাবে শাহরুখের আগের সিনেমা ‘পাঠান’।
Published : 14 Feb 2024, 12:01 AM
এ বছর শাহরুখ খানের দ্বিতীয় সিনেমা মুক্তির পরদিনই দিল্লিতে বসছে জি-২০ সম্মেলন। আসছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ জোটের শক্তিধর নেতারা। তাই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে ভারতের রাজধানী। এ পরিস্থিতে শহরের বড় বড় কয়েকটি প্রেক্ষাগৃহ বন্ধ থাকছে তিনিদিন, যেসব হলে চলার কথা ছিল ‘জওয়ান’।
সিনে বিশ্লেষকদের ধারণা, ‘জওয়ান’ ঝড়ে উড়ে যাবে শাহরুখের আগের সিনেমা ‘পাঠান’। শাহরুখ নিজেকে ফের অতিক্রম করবেন অ্যাটলি কুমারের পরিচালনায় এই সিনেমায় দ্বৈত চরিত্রে নিজের অভিনয় গুণে এবং দুর্ধর্ষ সব অ্যাকশনে।
গত শুক্রবার থেকে জওয়ানের অগ্রিম টিকেট বিক্রি করে কূল পাচ্ছে না সিনেপ্লেক্স এবং হলগুলো। এমন অবস্থায় দিল্লিতে বাদ সেধেছে জি-২০ সম্মেলন।
‘জওয়ান’ মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার। আর আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর বসছে চলতি বছরের জি ২০ সম্মেলন। নিরাপত্তার স্বার্থে ৮ থেকে ১০ তারিখ পর্যন্ত দিল্লির বেশিরভাগ জায়গায় থাকছে নিরাপত্তা কড়াকড়ি এবং যাতায়াত বিধিনিষেধ। এছাড়া স্কুল, কলেজ, শপিং মলসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধও ঘোষণা করা হয়েছে।
এসব জটিলতায় ‘পিভিআর প্লাজা’, ‘রিভোলি’, ‘ওডিয়ন’ এবং ‘ইসিএক্স চাণক্যপুরী’ এই চারটি প্রেক্ষাগৃহও ৮ থেকে ১০ সেপ্টেম্বর তিনদিন বন্ধ থাকছে বলেও ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এসব হলের প্রতিটিতেই প্রায় ২ হাজার দর্শক আসন রয়েছে। এছাড়া তিনদিনের ছুটির শেষ দিনটি পড়েছে রোববারে। যেদিন হলগুলোয় সবচেয়ে বেশি দর্শক সমাগম হবে বলে ভাবা হয়েছিল।
কাজেই ‘জওয়ান’ মুক্তি পেলেও শুক্রবার থেকে পরের তিনদিন দিল্লিবাসীর পক্ষে ‘জওয়ান’ দেখা সম্ভব নয়। ছোটো হল খোলা থাকলেও যাতায়াত কড়াকড়িতে সেখানেও দর্শকদের পক্ষে যাওয়া কঠিন হয়ে দাঁড়াবে। তাই শাহরুখের নিজের শহরেই শুরুর কয়েকদিন দিন ‘জওয়ান’ সেভাবে ব্যবসা করতে পারবে বলে মনে করছেন না বিশ্লেষকরা।
এ সিনেমায় শাহরুখের নায়িকা হয়েছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। আরও আছেন বিজয় সেতুপতি এবং বিশেষ চরিত্রে দীপিকা পাড়ুকোন এবং সঞ্জয় দত্ত। ‘জওয়ান’ এর পর নির্মাতা রাজকুমার হিরানীর পরিচালনায় ‘ডানকি’ সিনেমা নিয়ে আসছেন শাহরুখ। সংবাদসূত্র: টাইমস অব ইন্ডিয়া
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)