বাংলাদেশি মুদ্রায় এই অঙ্ক প্রায় আড়াই হাজার কোটি টাকা।
Published : 23 Jan 2024, 09:50 AM
মার্কিন গায়িকা ও গীতিকার কেটি পেরি ‘লিটমাস মিউজিক'র কাছে তার গানের ক্যাটালগ বিক্রি করে দিয়েছেন বিপুল অর্থের বিনিময়ে।
বিবিসি বলছে এই ক্যাটালগ বিক্রি করে ২২৫ মিলিয়ন ডলার পকেটে পুরেছেন এই গায়িকা। বাংলাদেশি মুদ্রায় এই অঙ্ক প্রায় আড়াই হাজার কোটি টাকা।
চলতি বছরে কেটি পেরিই একমাত্র একক শিল্পী হিসেবে এতটা চড়া দামে রেকর্ড বিক্রি করেছেন। এর আগে এই রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের তরুণ শিল্পী জাস্টিন বিবারের ঝুলিতে।
পেরির ক্যাটালগ বিক্রির ঘোষণা আসে সোমবার। ওই ক্যাটালগে পেরির ক্যাপিটল রেকর্ডস থেকে প্রকাশ হওয়া পাঁচটি স্টুডিও অ্যালবাম আছে।
সেগুলো প্রকাশ পেয়েছে ২০০৮ থেকে ২০২০ সালের মধ্যে। এগুলো হল 'ওয়ান অব দ্য বয়েজ', 'টিনএজ ড্রিম', 'প্রিজম', 'উইটনেস' এবং 'স্মাইল'।
বিক্রি হয়ে যাওয়া ক্যাটালগে ৫টি স্টুডিও অ্যালবামের সঙ্গে এই শিল্পীর 'ফায়ারওয়ার্ক', 'টিনএজ ড্রিম', 'হট অ্যান্ড কোল্ড', 'ক্যালিফোর্নিয়া গার্লস' এবং 'আই কিসড আ গার্ল'র এর মত মাল্টি প্লাটিনাম হিট গানগুলোও রয়েছে।
কেটি পেরি ক্যারিয়ারের তুঙ্গে ছিলেন ২০১০ সালে। বর্তমানে তিনি গানের কাজ কমিয়ে মনযোগী হয়েছে সঙ্গী, অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সংসারে।
এই শিল্পীর 'ডার্ক হর্স' এবং 'রোয়ার'এই দুই গান দিয়ে যুক্তরাষ্ট্রের শ্রোতাদের মন জয় করেন। এই দুইটি গান মিউজিক অ্যাপস স্পটিফাইয়ে এক বিলিয়নেরও বেশিবার শোনা হয়েছে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)