তিমির বলেন, “পুরো ব্যাপারটাই প্রাথমিক পর্যায়ে রয়েছে।“
Published : 23 Apr 2024, 02:33 PM
‘পুষ্পা: দ্য রুল’ সিনেমাটি বাংলা ভাষাতেও মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
কলকাতার সংবাদ প্রতিদিন লিখেছে, পুষ্পার দ্বিতীয় কিস্তিতে কলকাতার গায়ক তিমির বিশ্বাসও গান গাইবেন ।
গায়ক অবশ্য বলেন, পুরো বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই বিস্তারিত কিছু বলা যাবে না।
২০২১ সালে মুক্তি পাওয়া ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছিল। ধারণা করা হচ্ছে, প্রায় ৭০০ কোটি রুপির দ্বিতীয় কিস্তি আরও বেশি সাড়া জাগাবে।
প্রথমে কথা ছিল, গেল বছরের শেষ দিকে মুক্তি পাবে ‘পুষ্পা: দ্য রুল’। কিন্তু শুটিং শিডিউল নিয়ে জটিলতা, চিত্রনাট্যে রদবদল, অভিনয় শিল্পীদের মধ্যে মনোমালিন্যসহ নানা জটিলতায় মুক্তি আটকে যায়।
অবশেষে ‘পুষ্পা’ টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের ১৫ অগাস্ট মুক্তি পাবে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’।
নির্মাতা বান্দ্রেদি সুকুমারের প্রত্যাশা, অর্জুন ও রাশমিকা মানদানা অভিনীত ‘পুষ্পা: দ্য রুল’ হতে চলেছে বছরের সেরা সিনেমা।