নজরুল মঞ্চের সেই কনসার্টে দুই শিল্পী গেয়েছেন নব্বই দশক ও পরবর্তী সময়ে তাদের জনপ্রিয় গানগুলো।
Published : 12 Feb 2024, 11:45 AM
কলকাতায় একটি কনসার্টে এক সঙ্গে গান গেয়ে মাতিয়ে দিয়েছেন অঞ্জন দত্ত ও নচিকেতা চক্রবর্তী। নজরুল মঞ্চের সেই কনসার্টে দুই শিল্পী গেয়েছেন নব্বই দশক ও পরবর্তী সময়ে তাদের জনপ্রিয় গানগুলো।
অঞ্জনের তুমুল জনপ্রিয় 'পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেব বলেছে পাড়ার দাদারা’ এবং নচিকেতার উত্তাল করা গান 'লাল ফিতে সাদা মোজা শু স্কুল ইউনিফর্ম’ শুরু হলে কনসার্টে আসা শ্রোতারও দুই গায়কের সঙ্গে গলা মেলায়। আলাদা আলাদা গান করার পাশাপাশি, কোনো কোনো গান একসঙ্গেও গেয়েছেন এই দুই জনপ্রিয় গায়ক। সংবাদ সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)