সালমান খান বলেছেন তার বিয়ের বয়স চলে গেছে
Published : 28 May 2023, 04:12 PM
একের পর এক প্রেম এবং আটান্ন বছর বয়স পর্যন্ত ব্যাচেলর জীবন নিয়ে আলোচিত বলিউড তারকা সালমান খান তার ভক্ত নারীদের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছেন বেশ কয়েকবার। এবার বলিউডের ‘ভাইজান’কে নিয়ে ঘর করার প্রস্তাব দিয়েছেন হলিউডের এক নারী সাংবাদিক।
আবুধাবিতে চলতি বছরের ‘আইফা অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে সালমানকে হঠাৎ করেই বিয়ের কথা বলে বসেন ওই সাংবাদিক।
তবে সেই প্রস্তাবে সাড়া না দিয়ে ভাইজান বলে দিয়েছেন, তার বিয়ের বয়স ‘পেরিয়ে গেছে’।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সালমানের সঙ্গে সাংবাদিক অ্যালিনা খলিফের কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সেই ভিডিওতে সাংবাদিককে দেখানো হয়নি। সালমানের মুখের সামনে মাইক্রোফোন ধরে অ্যালিনা বলেন, “আপনি কি আমাকে বিয়ে করবেন? হলিউড থেকে এসেছি শুধু এই প্রশ্নটা করতে। সেই কবে আপনাকে দেখার সাথে সাথে প্রেমে পড়েছিলাম ।“
এমন প্রশ্নে সালমান উল্টো জিজ্ঞেস করেন, “আপনি শাহরুখ খানের কথা বলছেন, তাই না?
তখন সেই সাংবাদিক বলেন, “আমি সালমান খানের কথা বলছি।”
জবাবে সালমান বলেন, “আমার বিয়ের দিন শেষ হয়ে গেছে। ২০ বছর আগে আমার সঙ্গে আপনার দেখা করা উচিৎ ছিল।“
এই ভিডিওতে সালমান ভক্তদের বেশিরভাগই হতাশার ইমোজি দিয়েছেন। আবার অনেকে সালমানের ‘রসবোধের’ তারিফ করেছেন।
কিছুদিন আগে মুম্বাইয়ে ইনডিয়া টিভির অনুষ্ঠান ‘আপ কি আদালত’ এ অতিথি হয়ে সালমান জানিয়েছিলেন, বিয়ের পরিকল্পনা তার ছিল, তবে তা কেবল সন্তানের জন্য।
শোনা যায়, বাচ্চাদের খুবক পছন্দ করেন ‘ভাইজান’। ভাগনে-ভাগনিদের সঙ্গেও খুব ভাব এই অভিনেতার।
এর আগে নির্মাতা প্রযোজক করণ জোহরের ‘কফি উইথ করণ’ শোতে গিয়ে সালমান বলেছিলেন, জীবনের নানা পর্যায়কে উপভোগ করছেন তিনি। বিয়ে নিয়ে ভাবার কিছু আছে বলে মনে করেন না।
আগামীতে ক্যাটরিনা কাইফকে নিয়ে সালমান আসছেন ‘টাইগার থ্রি’ সিনেমায়। আগামী বছরের দীপাবলীতে সিনেমাটি মুক্তি পাবে।