‘সাবাশ ফেলুদা’ সিরিজের ‘গ্যাংটকে গণ্ডগোল’ প্রচারিত হবে পয়লা বৈশাখে।
Published : 05 Mar 2023, 10:33 AM
পর্দায় সত্যজিৎ রায়ের কালজয়ী গোয়েন্দা চরিত্র ‘ফেলুদা’ মানেই রহস্য-রোমাঞ্চের চনমনে উত্তেজনা আর শাণ দেওয়া বুদ্ধির খেলা। ফেলুদাকে নিয়ে ‘সাবাশ ফেলুদা’ নামে একটি সিরিজ আসছে ওটিটিতে। সেই সিরিজের প্রথম কিস্তি ‘গ্যাংকটে গণ্ডগোল’ এর শুটিংয়ের কিছু ছবি এসেছে সোশাল মিডিয়ায়।
ইনস্টাগ্রাম ও ফেইসবুকে ছবিগুলো শেয়ার করেছেন কলকাতার তরুণ অভিনেতা ঋতব্রত চক্রবর্তী, যিনি তোপসের চরিত্রে অভিনয় করছেন।
পোস্ট করা দুই ছবিতে ঋতব্রতর সঙ্গে আছেন হালের জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।
ঋতব্রতর ছবির ক্যাপশন হল “শুটিং-এর ফাঁকে ঋত্বিক দা আর আমি কখনো খুব সিরিয়াস আলোচনা করছি, কখনো প্রচণ্ড ঠাট্টা করছি। কিন্তু দুটো সময়ই আমি ঠাণ্ডা থেকে বাঁচতে কানে চাপা দিয়েছি!”
‘গ্যাংটকে গণ্ডগোল’ প্রচারিত হবে পয়লা বৈশাখে ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সিরিজটিতে ফেলুদা হয়ে আসছেন কলকাতার নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়, যিনি আগে ‘ফেলুদা’ নিয়ে নির্মিত সিনেমায় ‘তোপসে’ হয়েছিলেন। আর সঙ্গে তোপসের চরিত্রে থাকবেন ঋতব্রত মুখোপাধ্যায়।
পুরনো খবর