শিবলী বলেন, “নজরুলের বিদ্রোহী চেতনা আমার অনুপ্রেরণা।”
Published : 22 Sep 2024, 08:52 PM
একসময় তার লেখা গানের কথায় বুঁদ হননি এমন শ্রোতা খুঁজে পাওয়া ভার। এলআরবি, মাইলসসহ জনপ্রিয় সব ব্যান্ডের শিল্পীরাই তার লেখা গান গেয়েছেন।
সেই জনপ্রিয় গীতিকার এবার আরো বড় দায়িত্বে এসেছেন। নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালকের ভার তার হাতে তুলে দিয়েছে সরকার।
দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিবলী বলেছেন, তিনি কাজী নজরুল ইসলামের মতোই হতে চেয়েছিলেন। নজরুলের দ্রোহের চেতনাকে অন্তরে ধারণ করে ইনসাফের পক্ষে পথচলার কথা জানান তিনি।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পদে মো. লতিফুল ইসলামকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।
লতিফুল ইসলাম শিবলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি সারাজীবন নজরুলের মতোই হতে চেয়েছিলাম। লেখার মধ্যদিয়ে যেটুকু দ্রোহ-বিদ্রোহ এবং ইনসাফের পক্ষে থাকার চেষ্টাটুকু করি, তার অনুপ্রেরণা মূলত কাজী নজরুল ইসলাম।
“নজরুলের বিদ্রোহী চেতনা আমার অনুপ্রেরণা। এজন্য নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালকের দায়িত্ব পাওয়াটা আমার জন্য অনেক বেশি সম্মানের এবং গৌরবের।”
সোমবার দায়িত্বে যোগ দেবেন জানিয়ে শিবলী বলেন, “এ দায়িত্ব পালনে আমি সবার সহযোগিতা চাই।”
গান লেখার পাশাপাশি তিনি অভিনেতা হিসেবেও পরিচিত। নাট্যকার হিসেবে তার লেখা ‘তোমার চোখে দেখি’ জনপ্রিয় হয়েছে। নিজের লেখা নাটক ‘রাজকুমারী’তে মির্জা গালিবের চরিত্রে অভিনয়ও করেন তিনি।