“সমাজে কিছু প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারলেই আপনি দেশপ্রেমী হয়ে উঠতে পারবেন।”
Published : 23 Aug 2024, 08:50 PM
দেশভক্তির অর্থ ঠিক কী? এই প্রশ্ন তুলেছেন হিন্দি সিনেমার অ্যাকশন হিরো জন আব্রাহাম। প্রশ্নের সঙ্গে দেশাত্মবোধ নিয়ে নিজের দর্শনের কথাও জানিয়েছেন তিনি।
এই অভিনেতার ভাষ্য, “সত্যিকারের দেশপ্রেম এবং উগ্র দেশপ্রেমের মধ্যে পার্থক্য আছে। ‘মেরা ভারত মহান’ বললেই আপনি ভারতপ্রেমী হয়ে উঠতে পারেন না।”
সম্প্রতি মুক্তি পেয়েছে এই অভিনেতার সিনেমা ‘বেদা’। এতে দেশাত্মবোধের প্রসঙ্গ রয়েছে।
হিন্দুস্তান টাইমস লিখেছে, এক পডকাস্টে এসে অভিনেতা বলেছেন, ভারতে নারী, শিশু ও পশুরা মোটেই নিরাপত্তা পায় না।
আব্রাহামের কথায়, “পারবেন কি এটা নিয়ে তর্ক করতে? পারবেন না। ভারতীয় পুরুষদের বুঝতে হবে নারীদের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে।”
এদিকে নারী-শিশুর সঙ্গে পশুর নাম যোগ করার সমালোচনায় বিদ্ধ হচ্ছেন আব্রহাম।
আবার কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর ভারত যখন প্রতিবাদে উত্তাল, সেই সময়ে নারীর নিরাপত্তা নিয়ে মন্তব্যের জন্য প্রশংসিতও হয়েছেন এই অভিনেতা।
নায়িকা আলিয়া ভাট, পরিণীতি চোপড়া, বিজয় ভার্মা থেকে রিচা চাড্ডাসহ আরো অনেকের কাছেই বাহবা কুড়াচ্ছেন আব্রাহাম।
এই অভিনেতা বলেন, “আমি ভারতকে ভালবাসি। তাই দেশের কিছু ব্যবস্থার সমালোচনা করা খুব জরুরি। সমাজে কিছু প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারলেই আপনি দেশপ্রেমী হয়ে উঠতে পারবেন। দেশে ও সমাজের কিছু ক্ষেত্রে পরিবর্তন আনতেই হবে।”
ভারতের স্বাধীনতা দিবস ১৫ অগাস্ট মুক্তি পেয়েছে ‘বেদা’। একই দিনে মুক্তি পেয়েছে শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী ২’ এবং অক্ষয় কুমারের ‘খেল খেল মে’।
এতে বক্স অফিসে প্রতিযোগিতার মুখে পড়েছে এই সিনেমা। বেদায় আব্রাহামে সঙ্গে শর্বরী ওয়াঘ, তমান্না ভাটিয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন।