চলতি বছরের প্রথম প্রান্তিকে নতুন করে তাদের ৯৩ লাখ গ্রাহক যুক্ত হয়েছে; সব মিলিয়ে নেটফ্লিক্সের গ্রাহক এখন ২৭ কোটি।
Published : 20 Apr 2024, 12:37 PM
জনপ্রিয় স্ট্রিমিং সাইট নেটফ্লিক্সের মুনাফা বেড়েছে চলতি বছরের প্রথম তিন মাসে।
ব্যবহারকারীদের পাসওয়ার্ড শেয়ারিংয়ের সুযোগ গত বছর থেকে বন্ধের কারণে বিশেষ করে প্রতিষ্ঠানটির আয়ে এই উল্লম্ফন বলে বিবিসি জানিয়েছে।
নেটফ্লিক্স বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে নতুন করে তাদের ৯৩ লাখ গ্রাহক যুক্ত হয়েছে। সব মিলিয়ে নেটফ্লিক্সের গ্রাহক এখন ২৭ কোটি।
গ্রাহক সংখ্যা বাড়ার পাশাপাশি এ বছরের প্রথম প্রান্তিকে ২৩০ কোটি ডলারের বেশি মুনাফা অর্জন করেছে মার্কিন এই স্ট্রিমিং জায়ান্ট। তবে আগামী বছর থেকে তারা আর ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করবে না।
শেয়ার হোল্ডার কাছে এক চিঠিতে নেটফ্লিক্স বলেছে, “আগে যখন আমাদের আয় বা লাভ কম ছিল, সেসময় গ্রাহক সংখ্যাই ছিল আমাদের ভবিষ্যৎ সমৃদ্ধি বা সম্ভাবনার শক্তিশালী সূচক। কিন্তু এখন ব্যবহারকারীর সংখ্যা কেবল আমাদের প্রবৃদ্ধির মাত্র একটা অংশ।”
যে কারণে আগের মত আর গ্রাহক সংখ্যা বিবেচনা করে নয়, বরং কোম্পানির লাভের বিষয়টিতে মনোযোগ দিতে বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছে নেটফ্লিক্স।
বিবিসি জানিয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে নেটফ্লিক্সের মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫% বেড়ে ৯৩৭ কোটি ডলার হয়েছে। গ্রাহক সংখ্যা না দেখানোর সিদ্ধান্তের বিষয়ে বিনিয়োগকারীদের কেউ কেউ বলছেন, হয়ত নেটফ্লিক্সের গ্রাহক বৃদ্ধির প্রবণতা শেষ হয়ে আসছে।
নেটফ্লিক্সের প্রাক্তন পরিচালক ও বিনোদন বিনিয়োগ সংস্থা এসপিজি গ্লোবালের প্রিন্সিপাল সাইমন গ্যালাঘের বিবিসি টুডে প্রোগ্রামকে বলেন, যখন গ্রাহক সংখ্যা খুব শক্তিশালী পারফরমেন্স নির্দেশ করে, তার মানে এটি একসময় স্থায়ী নাও হতে পারে।