অ্যাকশন না কমেডি ঘরানার? সেই প্রশ্নের উত্তরে দুই তারকাই পরিস্কার জানিয়েছেন,”এখনই এত বিস্তারিত কিছু বলা যাবে না।”
Published : 20 Nov 2024, 07:47 PM
ক্যামেরার সামনে অভিনেতা থেকে অনেক আগেই পরিচালকের আসনে বসেছেন অজয় দেবগন। তবে সেগুলোর সবকটিতেই নিজেকে রেখেছিলেন মুখ্য ভূমিকায়।
ইন্ডিয়া টুডে লিখেছে, এবার খানিক ভিন্ন পথে হাঁটছেন ভারতের হিন্দি সিনেমার এই অভিনেতা। আগামীতে অজয়ের পরিচালনায় একটি সিনেমায় মুখ্য ভূমিকায় আসছেন তারই সমসাময়িক অভিনেতা অক্ষয় কুমার।
গল্পটা কেমন, অ্যাকশন না কমেডি ঘরানার? সেই প্রশ্নের উত্তরে দুই তারকাই পরিস্কার জানিয়েছেন,”এখনই এত বিস্তারিত কিছু বলা যাবে না।”
এর আগে ‘ইউ মি অউর হাম’, ‘শিবায়’, ‘রানওয়ে ৩৪’ ও ‘ভোলা’ নামের চারটি সিনেমার পরিচালনা করেছেন অজয়।
মুম্বাইয়ে এক অনুষ্ঠানে একসঙ্গে নতুন কাজের কথা ঘোষণা করেন অজয়।
সিনেমার নাম না জানিয়ে তিনি বলেন, “আমি আর অক্ষয় একসঙ্গে একটা কাজ করছি। যেখানে পরিচালক হিসেবে আমাকে এবং অক্ষয়কে দেখা যাবে মুখ্য ভূমিকায়।”
সম্প্রতি মুক্তি পাওয়া রোহিত শেঠির ‘সিংহম এগেইন’ সিনেমায় একফ্রেমে ধরা দিয়েছেন অক্ষয় এবং অজয়। বর্তমানে অক্ষয় ব্যস্ত তার ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমা নিয়ে। এর পর খিলাড়ি শুরু করবেন ‘হেরা ফেরি ৩’ সিনেমার কাজ নিয়ে।
এছাড়া গত ৯ সেপ্টেম্বর নির্মাতা প্রিয়দর্শনের সঙ্গে নতুন সিনেমা ‘ভূত বাংলো’ নামের একটি সিনেমা করার ঘোষণাও দিয়েছেন অক্ষয়।
‘ভুল ভুলাইয়া’, ‘হেরা ফেরি’, ‘ভাগম ভাগ’ থেকে ‘গরম মসালা’, একটার পর একটা ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছে অক্ষয়-প্রিয়দর্শন জুটি। কিন্তু সবই অতীতের ঘটনা।
যে অক্ষয় একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছে বলিউড ইন্ডাস্ট্রিকে, সেই অক্ষয়ের সিনেমা থেকে মুখ ফিরিয়েছেন দর্শকেরাও। অনেকদিন ধরে ‘ফ্লপের পাহাড়ে ডুবে আছেন’ এই অভিনেতা। তবে মন্দা সময়েও সেই অভিনেতার ওপরেই ভরসা রাখছেন তার সহকর্মী অজয়।