ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে নির্মাতা দীপঙ্কর দীপনের ‘অর্ন্তজাল’ সিনেমাটি।
Published : 06 Jun 2024, 10:54 AM
কোরবানির ঈদে 'প্রহেলিকা' ও 'অন্তর্জাল' সিনেমার প্রিমিয়ার হতে চলেছে দীপ্ত টিভিতে।
দীপ্ত টিভি বলেছে, ঈদের দ্বিতীয় দিন দুপুর ১টায় প্রচারিত হবে নির্মাতা দীপঙ্কর দীপনের ‘অর্ন্তজাল’। এ সিনেমায় জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও বিদ্যা সিনহা মিম।
আর তৃতীয় দিন দুপুর ১টায় প্রচারিত হবে চয়নিকা চৌধুরীর সিনেমা 'প্রহেলিকা'। এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ ও শবনম বুবলী। দুটি সিনেমাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত বছর।
বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি অপশক্তির ষড়যন্ত্র, সাইবার হামলা এবং তা মোকাবিলায় কয়েকজন তরুণের দুঃসাহসিক লড়াই দেখানো হয়েছে 'অন্তর্জাল' সিনেমায়। মিম ও সিয়াম ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন, রওনক হাসান, কিটো ভাইসহ অনেকে।
গত বছরের সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহের পর ওটিটিতে মুক্তি পায় সিনেমাটি।
আর গতবছর কোরবানির ঈদে আসা ‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে প্রায় আট বছর পর রূপালি পর্দায় প্রত্যাবর্তন হয় অভিনেতা মাহফুজ আহমেদের। সিনেমায় তার চরিত্রের নাম ছিল মনা। আর বুবলী অভিনয় করেছেন অর্পা চরিত্রে। মনা ও অর্পার প্রেম কাহিনীর পরিণতি দেখা যায় সিনেমায়।
এতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ অপু, এ কে আজাদ, রহমত উল্লাহ, সাবিহা জামান। এই সিনেমাটিও পরে ওটিটিতে মুক্তি পেয়েছিল।
আরও পড়ুন...
এবার ওটিটিতে 'অন্তর্জাল', দেখা যাবে বিনামূল্যে
সাইবার থ্রিলার 'অন্তর্জাল'র টিজার প্রকাশ
মাহফুজ-বুবলির 'প্রহেলিকা' আসছে ঈদে
প্রেম-সন্দেহ, বিশ্বাস-অবিশ্বাসের গল্প নিয়ে 'প্রহেলিকা'র ট্রেইলার