আগামী ২১ ডিসেম্বর ‘টফি’তে সিনেমাটি মুক্তি পাবে।
Published : 20 Dec 2023, 01:31 PM
হলে মুক্তির দুইমাস পর এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে দেশের প্রথম সাইবার-থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’।
আগামী ২১ ডিসেম্বর ‘টফি’তে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছে এই স্ট্রিমিং প্ল্যাটফর্মটি।
এক বিজ্ঞপ্তিতে ‘টফি’ বলছে দর্শকেরা অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের পাশাপাশি অ্যান্ড্রয়েড টিভিতে যে কোনো নেটওয়ার্ক থেকে সম্পূর্ণ বিনামূল্যে সিনেমাটি দেখতে পাবেন।
নির্মাতা দীপঙ্কর দীপনের পরিচালনায় গত ২২ সেপ্টেম্বর হলে মুক্তি পায় ‘অর্ন্তজাল’। এ সিনেমায় জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও বিদ্যা সিনহা মিম।
বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি অপশক্তির ষড়যন্ত্র, সাইবার হামলা, আর তা মোকাবিলায় কয়েকজন তরুণের দুঃসাহসিক লড়াই দেখানো হয়েছে এ চলচ্চিত্রে।
মিম ও সিয়াম ছাড়াও এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন, রওনক হাসান, কিটো ভাইসহ অনেকে।
টফির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অন্তর্জাল’ দেশের টফি ব্যবহারকারীদের জন্য বিজয় দিবসের বিশেষ উপহার।