১০৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব খানের 'প্রিয়তমা’; অন্য চারটি সিনেমা পাচ্ছে ৬৪টি প্রেক্ষাগৃহে।
Published : 29 Jun 2023, 11:00 AM
গত এক দশকেরও বেশি সময় ধরে ঈদ মানেই সিনেমা হলে শাকিব খানের রাজত্ব। এবারও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন ঢাকাই সিনেমার এই সুপারস্টার।
এবারের ঈদে মুক্তি পেয়েছে ৫টি সিনেমা। এর মধ্যে মালিপ্লেক্সসহ দেশের ১০৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব খান ও কলকাতার নায়িকা ইধিকা পাল অভিনীত 'প্রিয়তমা’ সিনেমাটি। অন্যদিকে মাল্টিপ্লেক্সসহ ৬৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে বাকি ৪টি সিনেমা।
রোজার ঈদের পর থেকেই কোরবানীর ঈদকে ঘিরে অন্তত এক ডজন সিনেমা মুক্তির জন্য প্রস্তুতি নেয়। ১০টি সিনেমা প্রচারও শুরু করেছিল। কিন্তু যতই ঈদ ঘনিয়ে আসতে তাকে, ততই কমতে থাকে সিনেমার সংখ্যা। শেষ পর্যন্ত ৫টি সিনেমা থাকে ঈদে মুক্তির মিছিলে।
সিনেমাগুলো হচ্ছে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’, রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’, চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’, সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’, বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’।
এর মধ্যে ঈদের সপ্তাহে প্রিয়তমা দেখা যাবে ১০৫টি সিনেমা হলে, সুড়ঙ্গ ২৮টি হলে, ক্যাসিনো ১৬টি হলে, প্রহেলিকা ৮টি হলে এবং লাল শাড়ি ১১টি হলে।
হল মালিকদের সাথে কথা বলে জানা গেছে, দেশে মাল্টিপ্লেক্সসহ ৬০টির মতো সিনেমা হল সক্রিয় রয়েছে। এর বাইরে দুই ঈদকে ঘিরে আরও কিছু সিনেমা হল চালু হয়, যেগুলো সারা বছর বন্ধ থাকে। এই মৌসুমি হলগুলো মূলত ঈদের ২/৩ সপ্তাহই খোলা থাকে।
দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সে ঈদের সপ্তাহে চলবে চারটি সিনেমা। যারা মধ্যে রয়েছে ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো’। স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় মোট ২১টি স্ক্রিন রয়েছে। এসব পর্দায় দেখা যাবে এই চারটি সিনেমা।
রাজধানীর ঐতিহ্যবাহী মধুমিতা হলে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি চলছে ঈদের সপ্তাহে। হলটির স্বত্ত্বাধিকারী ইফতেখার উদ্দীন নওশাদ গ্লিটজকে বলেন, “এখনো তো ঈদে সিনেমা হলে শাকিব খানেরই দাপট থাকে। আর শাকিব খান পরীক্ষিত।
“অন্যদিকে আফরান নিশো, মাহফুজ আহমেদ আমার পছন্দের শিল্পী। তাদের অভিনয় আমি পছন্দ করি। কিন্তু নিশো তো সিনেমায় নতুন। মাহফুজ আহমেদও অনেক দিন ধরে অভিনয়ে নাই। নিশোর সুড়ঙ্গ দেখবো। দ্বিতীয় সপ্তাহে সুড়ঙ্গ আমাদের হলে আনতেও পারি। সেটি পরে সিদ্ধান্ত নেব।”
‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে এই প্রথম বড় পর্দায় আফরান নিশো। এক সময় টিভি নাটকের জনপ্রিয় তারকা মাহফুজ আহমেদ অনেক বছর পর এবার ঈদে বড় পর্দায় ফিরলেন ‘প্রহেলিকা’ দিয়ে।
লাল শাড়ি নিয়ে এবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন অপু বিশ্বাস।