বিবেক বলেন, “আমার পায়ের একটি অংশের হাড় ভেঙে তিন টুকরা হয়।”
Published : 23 May 2024, 02:44 PM
একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে একসঙ্গে হাসপাতালবাস হয়েছিল এক সিনেমার অভিনেতা ও পরিচালকের; দুজনের অবস্থাই ছিল গুরুতর। তারা দুজন হলেন বিবেক ওবেরয় এবং মণি রত্মম।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই ঘটনাকে ‘ভয়াবহ অভিজ্ঞতা’ হিসেবে বর্ণনা করেছেন বিবেক।
তিনি বলেন, “যুব সিনেমার শুটিং চলছিল। আমার মোটরসাইকেল চালানোর দৃশ্যধারণ করা হচ্ছিল। আমিই চালাচ্ছিলাম। সে সময় বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। আমার পায়ের একটি অংশের হাড় ভেঙে তিন টুকরা হয়।”
এরপর কি হল? বিবেক বলেন, “কেবল মনে আছে, আমার দুই ভাই অভিষেক বচ্চন এবং অজয় দেবগন আমাকে নিয়ে হাসপাতালে ছুটছেন। পরনের কাপড় রক্তে ভেসে যাচ্ছে।”
হাসপাতালে ভর্তির পর বিবেক জানতে পারেন, চোখের সামনে তার বাইক দুর্ঘটনা দেখে পরিচালক মণি রত্মম হৃদরোগে আক্রান্ত হন। তিনিও বিবেকের সঙ্গে একই হাসপাতালে চিকিৎসাধীন থাকেন দীর্ঘদিন।
“আমার সুস্থ হতে চার মাস সময় লেগে যায়। অজয় ও অভিষেক দুজনে প্রায়ই হাসপাআতলে আসত। হাসি ঠাট্টা করে তারা আমাকে আনন্দ দেওয়ার চেষ্টা করত। আমি মাঝেমধ্যে ভাবি, আমার পা ঠিক হল কীভাবে!’’
পরিচালক মণি রত্মের সঙ্গে ‘যুব’ তার দ্বিতীয় কাজ ছিল বলে জানান বিবেক। তারা পুরোপুরি সুস্থ হওয়ার পর সিনেমার কাজ আবার শুরু হয়।
বিবেক, অজয় ও অভিষেকের ছাড়াও এশা দেওল, কারিনা কাপুর ও রানি মুখার্জি অভিনয় করেন ‘যুব’ সিনেমায়।