কুণাল দেশমুখ পরিচালিত ‘দিলার’ সিনেমায় সাইফপুত্র ইব্রাহিম আলি খানের সঙ্গে দেখা যাবে অভিনেতাকে।
Published : 12 Nov 2023, 07:58 AM
করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র পর কলকাতার অভিনেতা টোটা রায় চৌধুরী এবার বলিউডের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন।
বৃহস্পতিবার ফেইসবুকে শুটিংয়ের একটি ছবি শেয়ার করে নতুন হিন্দি সিনেমার ইঙ্গিত দিয়েছেন তিনি।
ক্যাপশনে লিখেছেন, “সিনেমাটি ভীষণভাবে হৃদয়ের কাছাকাছি। ব্যাস, ওইটুকুই বলার অনুমতি। বাকিটা ক্রমশ প্রকাশ্য।”
ছবিতে অভিনেতার পরনে ছিল সেনাবাহিনীর পোশাক; হাতে ক্ল্যাপ স্টিক ধরে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে সিনেমার নাম ‘দিলার’।
আনন্দবাজার লিখেছে, কুণাল দেশমুখ পরিচালিত ‘দিলার’ সিনেমায় রয়েছেন সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানও। সে ক্ষেত্রে ইব্রাহিমের ক্যারিয়ারে দ্বিতীয় সিনেমা হবে এটি।
এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে টোটার সঙ্গে যোগাযোগ করা হলে নিজের চরিত্র বা সিনেমা নিয়ে কোনো বাড়তি তথ্য দিতে চাননি তিনি।
নায়ক বললেন, “এখন এ বিষয়ে কোনো কথা বলা নিষেধ। ছবিটুকু দেখেই কৌতূহল বজায় থাকুক। আশা করছি, খুব তাড়াতাড়ি এ সিনেমা নিয়ে আরও তথ্য জানাতে পারব।’’