অডিও ডেসক্রিপশন বা ধারাবর্ণনার মাধ্যমে ‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমাটি উপভোগ করতে পারবেন দৃষ্টিপ্রতিবন্ধীরা।
Published : 22 Feb 2025, 09:17 PM
এই পৃথিবীতে কারো কারো কাছে দৃশ্যভাষা বলে কিছু নেই, তারা সবকিছু অনুভব করেন শব্দ দিয়ে। শব্দের পরে শব্দ গেঁথে দুনিয়া দেখেন তারা। ভাষার মাসে সেইসব দৃষ্টিপ্রতিবন্ধীদের ভাষা নিয়ে সচেতনতা বাড়াতে বিশেষ ক্যাম্পেইনিং শুরু করেছে মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি।
এক বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, দৃষ্টিপ্রতিবন্ধীদের সিনেমা উপভোগের ব্যবস্থা নিয়েছে তারা।
অডিও ডেসক্রিপশন বা ধারাবর্ণনার মাধ্যমে ‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমাটি উপভোগ করতে পারবেন দৃষ্টিপ্রতিবন্ধীরা।
গ্রামীণফোন কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমাটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। ভার্সনটি শনিবার থেকে বিনামূল্যে উপভোগ করা যাচ্ছে মাইজিপি অ্যাপে, সিনেমার এই সংস্করণটি চলবে রোরবার পর্যন্ত।
‘কাছের মানুষ দূরে থুইয়া’ পরিচালনা করেছেন শিহাব শাহীন।
বিশেষ ক্যাম্পেইনিং নিয়ে নির্মাতার ভাষ্য, "দর্শকেরা দেখবে বলেই আমরা কাজ করি। কিন্তু ভেবে দেখি না, সবার দেখাটা এক নয়। এ জন্য চরকি ও গ্রামীণফোন নিয়েছে দারুণ পদক্ষেপ।"
প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ অভিনীত এই সিনেমার সংলাপগুলো ঠিক রেখে পুরো সিনেমাটি বর্ণনা করা হয়েছে।
চরিত্রের অবস্থান, পরিবেশ, মুহূর্ত এবং স্থানের ধারাবর্ণনার মাধ্যমে তৈরি করা হয়েছে নতুন ভার্সনের সিনেমাটি।
এতে ধারাবর্ণনা দিয়েছেন অভিনেতা ইন্তেখাব দিনার এবং ধারাবর্ণনাটি লিখেছেন সিদ্দিক আহমেদ।
এই উদ্যোগ নিয়ে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, "এটা সত্যি অনেক তৃপ্তির যে চরকির একটা সিনেমা দৃষ্টিপ্রতিবন্ধীদের উপভোগের উপযোগী করে প্রস্তুত করতে পেরেছি আমরা। এর মাধ্যমে আমরা সব ভাষা, সবার ভাষার প্রতি সম্মান জানাচ্ছি।"
২ ঘণ্টা ২৪ মিনিটের এই সিনেমায় উঠে এসেছে একটি ভালোবাসার গল্প। জীবনের প্রয়োজনে দূরে যাওয়া, আবার অনুভূতির আলোড়নে ফিরে আসার গল্প ‘কাছের মানুষ দূরে থুইয়া’।
২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে চরকিতে মুক্তি পায় সিনেমাটি। ‘কাছের মানুষ দূরে থুইয়া’ দিয়ে প্রথমবারের মত জুটি বাঁধেন প্রীতম ও ফারিণ। পাশাপাশি দেখা গিয়েছে তরুণ অভিনেত্রী রূপন্তী আকিদকে।
‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমায় আরও অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, খলিলুর রহমান কাদেরী, শিরিন আলম, শুভজিৎ ভৌমিক, শাহীন শাহনেওয়াজসহ কয়েকজন।