দেশের প্রথম রঙিন চলচ্চিত্র জহির রায়হানের ‘সংগম’ (১৯৬৪) এর কালার প্রসেসিংয়ের মূল কারিগর তিনি।
Published : 19 Jan 2025, 03:08 PM
ষাটের দশকে ঢাকাই চলচ্চিত্র যার হাত ধরে হয়েছিল রঙিন, সেই খালেদ সালাহ্উদ্দীন আহমেদ আর নেই।
শুক্রবার যুক্তরাষ্ট্রে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চলচ্চিত্রগ্রাহক রাশেদ জামান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খালেদ সালাহ্উদ্দীন আমার নানা, মায়ের চাচা। গত কয়েক বছর ধরেই তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। মৃত্যুর পর তাকে যুক্তরাষ্ট্রেই দাফন করা হয়েছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের এক শোক বার্তায় বলেছে, খালেদ সালাহ্উদ্দীন আহমেদ দেশের প্রথম রঙিন চলচ্চিত্র জহির রায়হানের ‘সংগম’ (১৯৬৪) এর কালার প্রসেসিংয়ের মূল কারিগর।
“বাংলাদেশ টেলিভিশনের প্রধান প্রকৌশলী থাকাকালে তার হাতেই উপমহাদেশের প্রথম সরাসরি সম্প্রচার ও প্রথম রঙিন টিভির সূচনা হয়। তিনি এফডিসির অপারেটিভ ডিরেক্টর ছাড়াও ক্যামেরার পেছনের কুশলী হিসেবে বিভিন্ন চলচ্চিত্রে কাজ করেছেন।”
রাশেদ জামান বলছেন, “আমার জানামতে, এ উপমহাদেশের প্রথম রঙিন সিনেমা পরিস্ফূটনের কৃতিত্ব তার। সেটি ছিল জহির রায়হানের সিনেমা ‘সংগম’।
“দেশে রঙিন সিনেমার সূচনা তার হাতেই হয়েছে। আমার চলচিত্রগ্রাহক হবার পেছনেও বিরাট অনুপ্রেরণা তিনি।”