সাবেকদের মধ্যে মাইলি সাইরাস, সেলেনা গোমেজ ও অলিভিয়া কুলপোর সঙ্গে নিকের প্রেম বেশি আলোচিত হয়েছে।
Published : 23 Aug 2024, 10:46 AM
বলিউডি-হলিউডি সিনেমার অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী গায়ক নিক জোনাসের প্রেমিকার সংখ্যা শুনলে রীতিমত অবাক হতে হবে নায়িকার ভক্তদের।
স্বামীর ‘অতীত’ প্রেমজীবনের কথা জানতে পেরে কেমন প্রতিক্রিয়া হয়েছিল সাবেক বিশ্বসুন্দরীর?
আনন্দবাজার লিখেছে, প্রিয়াঙ্কার আগে মোট আটজনের সঙ্গে নিকের প্রেমের কথা জানা যায়। কিন্তু তাদের কারো সঙ্গেই সম্পর্ক বেশিদূর এগোয়নি।
সাবেকদের মধ্যে মাইলি সাইরাস, সেলেনা গোমেজ ও অলিভিয়া কুলপোর সঙ্গে নিকের প্রেম বেশি আলোচিত হয়েছে। কারণ তারা ছিলেন গায়িকা ও অভিনেত্রী।
সম্প্রতি স্বামীর সাবেক প্রেমিকাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক চ্যাট শোতে প্রশ্নও করা হয়েছিল প্রিয়াঙ্কাকে।
তার সরকারি জবাব, তাদের দাম্পত্য জীবনে নিকের পুরোনো প্রেম কোনো প্রভাব ফেলেনি।
প্রিয়াঙ্কা বলেন, “এসব বিষয়ে মাথা ঘামাই না, পাত্তাও দিই না। আমি আমার জীবনের বইয়ের পাতা পেছন দিকে পড়ি না কখনো।”
২০১৮ সালে মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করেন ভারতীয় এই অভিনেত্রী। তারপর থেকে যুক্তরাষ্ট্রেই থাকছেন। তাদের সংসারে এসেছে শিশু কন্যা মালতি চোপড়া। অনেক বছর ধরে বলিউডের পাট চুকিয়ে এখন হলিউডেই বেশি মনোযোগী প্রিয়াঙ্কা।
কেমন করে প্রেম হয়েছিল, ভক্তদের সেই প্রশ্নে প্রিয়াঙ্কা বলেন, বয়সে ১০ বছরের ছোট নিক টুইটারে (বর্তমান এক্স) সরাসরি মেসেজ পাঠিয়ে নম্বর চেয়েছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম লিখেছে, প্রিয়াঙ্কার মনের দরজায় নিক যখন কড়া নেড়েছিলেন, সে সময়ে অন্য এক সম্পর্কে ছিলেন অভিনেত্রী। তবে সেই সম্পর্ক যে শেষের পথে, তাও ততদিনে বুঝে গিয়েছেন প্রিয়ঙ্কা। তাই পপ তারকার সঙ্গে সম্পর্কের নতুন পর্ব শুরু হতে দেরি করেনি ‘দেশিগার্ল’ খ্যাত প্রিয়াঙ্কা।
আরো পড়ুন
স্বামী নিককে প্রিয়াঙ্কার আদুরে সম্বোধন 'বাবু'
মেয়ে মালতিকে সামনে আনলেন প্রিয়াঙ্কা