'মায়া' বিঞ্জে মুক্তি পাবে ৩০ সেপ্টেম্বর।
Published : 21 Sep 2024, 12:25 PM
তরুণ পরিচালক রায়হান রাফীর কাজ মানেই থ্রিলার ঘরানার কাজ, নিজেকে নিয়ে প্রায় প্রতিষ্ঠিত হতে চলা এই ধারণা এবার ভাঙতে চাইছেন এই পরিচালক।
খুনখারাবি-রক্তপাত এসব থেকে বেরিয়ে পারিবারিক গল্পে নিজেকে এবার তুলে ধরতে চেয়েছেন রাফী; ‘তুফান’ সিনেমার এই পরিচালক এবার বানিয়েছেন সিনেমা ‘মায়া’।
তবে বড় পর্দার জন্য নয়, ‘মায়া’ প্রচার হবে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম 'বিঞ্জে'।
এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন সারিকা সাবরিন ও মামনুন ইমন।
এরি মধ্যে সিনেমার টিজারও প্রকাশ হয়েছে। ‘মায়া’ মুক্তি পাচ্ছে চলতি মাসের ৩০ তারিখে।
বিঞ্জের কনটেন্ট স্পেশালিস্ট ইসরাত জাহান গ্লিটজকে বলেন, "কয়েকদিন ধরেই মায়া'র প্রচার চলছে।“
‘মায়া’র গল্প নিয়ে রাফী গ্লিটজকে বলেন, "নাম শুনেই বোঝা যায় এটি মায়ার গল্প, পরিবারের গল্প। এটি ভিন্ন ধরনের ফ্যামিলি ড্রামা। অনেক দিন আগে এটার নির্মাণ কাজ শেষ হয়েছে।
“ওটিটিতে তো অনেক ধরনের প্রজেক্ট হয়- থ্রিলার, হরর, রোমান্টিক অনেক ধরনের। সেই জায়গা থেকে মনে হল পারিবারিক গল্পের ভিন্ন ধরনের ফিল্ম দর্শকের সামনে আনা যায়।”
রাফী বলেছেন, হাসিখুশি একটি পরিবারকে মাদক কীভাবে গ্রাস করতে পারে, সে গল্প তিনি দেখিয়েছেন।
“এই গল্পটি দেশের অনেক পরিবারের ঘটনা, অনেকে তাদের জীবনের সঙ্গে মিল পাবে। আশা করছি দর্শক এই ফিল্মটিরও প্রশংসা করবে।”
সারিকা ও ইমনের সঙ্গে রাফীর এটিই প্রথম কাজ।
এই দুই অভিনয় শিল্পী নিয়ে নির্মাতার ভাষ্য, “তারা দুর্দান্ত অভিনয় করেছেন। এই ফিল্মটি দেখার পর দর্শক তাদের দুজনকেই নতুনভাবে চিহ্নিত করবে।”
সিনেমার শুটিংয়ের কাজ রাফী সেরেছেন গত বছর।
ঢাকার মোহাম্মদপুর, মিরপুর, বাড্ডাসহ বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে।
‘মায়া' চরিত্রে অভিনয় করেছেন সারিকা।
তিনি বলেন, "পারিবারিক টানাপোড়েনের গল্পে এই সময়ের নারীদের সংগ্রাম আছে এই সিনেমায়। যে কোনো নারী এই গল্পে নিজেকে খুঁজে পাবেন।"