কারিনার নাম ধরে ডাকাডাকি শুরু করতে, জেহ চোখ পাকিয়ে এগিয়ে যায় আলোকচিত্রীদের কাছে।
Published : 13 Jun 2024, 10:25 AM
আলোকচিত্রীদের ওপর ‘বিরক্ত’ হয়ে বলিউডি অভিনেতা সাইফ আলী খান, কারিনা কাপুর, এমনকি তাদের ছেলে তৈমুর আলী খানও একধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন। এবার তাদের তিন বছরের শিশুপুত্রও আলোকচিত্রীদের ওপর বিরক্তি প্রকাশ করতে ছাড়ল না।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, একদিন বিকেলে ছোট ছেলে জেহ আলী খানকে নিয়ে বাড়ির বাইরে আসেন কারিনা। সেদিনও মুম্বাইয়ে পতৌদি পরিবারের বাড়ির বাইরে ক্যামেরা নিয়ে প্রস্তুত ছিলেন কয়েকজন আলোকচিত্রী।
তারা কারিনার নাম ধরে ডাকাডাকি শুরু করতেই জেহ চোখ পাকিয়ে এগিয়ে যায় আলোকচিত্রীদের দিকে। অভিব্যক্তিতে বুঝিয়ে দেয়, ছবি তোলা নিয়ে তার আপত্তি আছে।
জেহর এমন আচরণে কারিনা এবং আলোকচিত্রীদের সবাই থমকে যান। পরে হাসিতে ফেটে পড়েন সাবাই।
এর আগে কারিনা-সাইফের বড় ছেলে তৈমুর আলী খান আলোকচিত্রীদের দিকে তেড়ে গিয়েছিল তার মায়ের ছবি তোলার কারণে।
এছাড়া মাঝরাতে বাড়ির সামনে অপেক্ষারত আলোকচিত্রীদের বাইরে দাঁড়িয়ে না থেকে নিজেদের শোবার ঘরে এসে বসার আমন্ত্রণ জানিয়েছিলেন সাইফ।
কটাক্ষ করে বলেছিলেন, “রাত দুটোর সময়ও আপনাদের এই ডিউটির কষ্ট নেওয়া যাচ্ছে না। আসুন আসুন, শোবার ঘরে চলে আসুন।”